ভাটপাড়ায় কাল ফের অনাস্থা ভোট, নির্দেশ কলকাতা হাইকোর্টের
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার অনাস্থা বৈঠকের সিদ্ধান্ত মুখবন্ধ খামে রিপোর্ট আকারে বৃহস্পতিবার আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
#ভাটপাড়া: ২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ভাটপাড়া পুরসভায় অনাস্থা ভোট হয়। ১৯-০ ব্যবধানে জয়ী হয়ে তৃণমূল কংগ্রেস। বর্তমান বিজেপির চেয়ারম্যান অপসারণের সিদ্ধান্তে সহমত হয় ১৯ জন কাউন্সিলর। ২ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় হাইকোর্টে যায় বিজেপি।
বিজেপির কাউন্সিলর সোহনপ্রসাদ চৌধুরী তৃণমূল কংগ্রেসের ৩ কাউন্সিলরের অনাস্থা নোটিশ-কে চ্যালেঞ্জ করে মামলা ঠোকে। জরুরী ভিত্তিতে মামলার শুনানি করেন বিচারপতি অরিন্দম সিনহা। বিচারপতি সিনহা ৩০ ডিসেম্বরের তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের অনাস্থা নোটিস খারিজ করে দেয়। ফলতঃ ২রা জানুয়ারি অনাস্থা সিদ্ধান্ত খারিজ হয়ে যায়। সংখ্যায় হেরে গেলেও চেয়ারম্যান থেকে যায় বিজেপির-ই।
শুক্রবার জরুরীভিত্তিতে ডিভিশন বেঞ্চে মামলা করে তৃণমূল কংগ্রেস। সোমবার সকাল সাড়ে ১০ টায় মামলার শুনানি শুরু হয়। শুনানি শুরু হতেই এদিন রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত, বিজেপির আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চেম্বারে ডেকে পাঠান বিচারপতিরা। ৫ মিনিট পর ফের শুরু হয় ডিভিশন বেঞ্চে তৃণমূল কংগ্রেসের আপিল মামলার শুনানি।
advertisement
advertisement
তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়-এর আদালতের কাছে বক্তব্য ছিল, '২ জানুয়ারি সকাল ১০ঃ৫০-এর মধ্যে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে গিয়েছে ভাটপাড়া পুরসভায়। অথচ সেই অনাস্থা বৈঠকের ওপর কোনরকম স্থগিতাদেশ দেয়নি সিঙ্গেল বেঞ্চ। সকাল সাড়ে ১১টায় বিজেপির কাউন্সিলর মামলা দায়ের করেন, সেই সময় অনাস্থা বৈঠক সম্পূর্ণ হয়ে গিয়েছে ভাটপাড়া পুরসভায়। আদালত এক্ষেত্রে জরুরীভিত্তিতে শুনানি করতে পারে না।'
advertisement
বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতির প্রতীকপ্রকাশ বন্দোপাধ্যায় উভয়পক্ষের উদ্দেশ্যে প্রস্তাব দেন মঙ্গলবার দুপুর ১টার মধ্যে অনাস্থা ভোট করার। বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে মতামত জানাতে বলে ডিভিশন বেঞ্চ।
আদালতের মধ্যেই তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এর ভোটাভুটিতে সায় দিয়ে দেন। কিছুটা বেঁকে বসে বিজেপি। ১০ মিনিট সময় দেওয়া হয় বিজেপিকে তাদের সিদ্ধান্ত জানাতে। এরপর বিজেপি জানায় ন্যূনতম অনাস্থা বৈঠক প্রস্তুতির সময় দিক আদালত। চেয়ারম্যানও বাইরে আছে।
advertisement
বিজেপির এই আপত্তি উড়িয়ে দিয়ে, ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করে মঙ্গলবার দুপুর ১টায় অনাস্থা বৈঠকে ভোটাভুটির। উত্তর ২৪ পরগনার জেলাশাসক এবং ভাটপাড়া পুরসভার বর্তমান চেয়ারম্যান কে অনাস্থা বৈঠকের নোটিশ দেওয়ার নির্দেশ দেয় আদালত। সমগ্র বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্যের পুরো দপ্তর কেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার অনাস্থা বৈঠকের সিদ্ধান্ত মুখবন্ধ খামে রিপোর্ট আকারে বৃহস্পতিবার আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
advertisement
২জানুয়ারি অনাস্থা ভোটাভুটির সিদ্ধান্ত খারিজ হওয়ায় এবং একই সঙ্গে নতুন করে ভোটাভুটি হওয়াতে নৈতিক জয় দেখছে গেরুয়া শিবির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2020 8:39 PM IST