নদিয়ার এই জায়গায় শুরু হয়ে গেল CAA ক্যাম্প! ঝড় তুলেছিল যে 'বিল'! কী বলছেন সাধারণ মানুষ?

Last Updated:

সি.এ.এ অর্থাৎ নাগরিকত্ব সংশোধন বিল পাস করা থেকেই গোটা দেশে ঝড় উঠেছিল বিভিন্ন রাজনৈতিক মহলে। শাসক দল চাইলেও বিরোধীদল গুলির অনেকেই এই আইন মেনে নিতে পারেননি আজও!

+
চলছে

চলছে সিএএ আবেদনের ক্যাম্প 

রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার রানাঘাট উত্তর-পূর্ব বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের উদ্যোগে চালু হলো সি.এ.এ (CAA) ক্যাম্প। উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। যদিও এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। CAA অর্থাৎ নাগরিকত্ব সংশোধন বিল পাস করা থেকেই গোটা দেশে ঝড় উঠেছিল বিভিন্ন রাজনৈতিক মহলে।
advertisement
শাসকদল চাইলেও বিরোধীদলগুলির অনেকেই এই আইন মেনে নিতে পারেননি আজও। তারা মনে করছে এই আইনের ফলে ভারতীয় নাগরিকত্ব বাদ যাবে বহু আমজনতার। তবে শাসকদলের অভিমত, দেশ থেকে কাউকে বাদ দেওয়া নয় বরং এই আইন চালু করে দেশের নাগরিকদের সুরক্ষিত করাই মূল লক্ষ্য।
advertisement
advertisement
সি.এ.এ তে আবেদন করতে আসা স্মৃতি বিশ্বাস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “খুবই ভাল লাগছে এটা করাতে আমাদের সাহস বাড়ছে এছাড়াও আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ এতে ভালো হবে। আমি চাই সবাই সামনে এগিয়ে আসুন। এটি আমাদের মোদি সরকার ভালোর জন্যই করছে। এই বিষয়ে আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত।”
advertisement
এ বিষয়ে রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস বলেন, “গত দশই অগাস্ট থেকে শুরু হয়েছে আমার বিধানসভার বিধায়ক কার্যালয়ের পাশে সি.এ.এ ক্যাম্প। প্রচুর মানুষের আগমন ঘটছে সেখানে। মানুষ স্বেচ্ছায় আসছেন এই আহবানে সাড়া দিয়ে। যেহেতু কিছুদিনের মধ্যেই SIR চালু হয়ে যাবে, বিহারের যে বিষয়টা আছে সেটাকেই সামনে রেখে প্রত্যেকেই সি.এ.এ তে নাম নথিভুক্ত করবার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন।”
advertisement
যদি এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস, শান্তিপুর তৃণমূল কংগ্রেসের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, “এই ক্যাম্পের মাধ্যমে উনি কি করতে চাইছেন কি করতে চাইছেন না সেটা তো আমার পক্ষে বলা সম্ভব হবে না। যেমন ধরুন অশোক কীর্তনীয়া আমাদের বিজেপির বিধায়ক আমার কলিগও বটে, উনি ২০০২ এর যে ভোটার তালিকা বেরিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেখানে ওনার বাবা-মায়ের নাম নেই। এর আগের ৯৩ সালের তালিকায় নাম রয়েছে। এবার উনি একজন এমএলএ, তাহলে ভাবুন সাধারণ মানুষকে কতটা হেনস্থা হতে হবে! সাধারণ মানুষের এই হেনস্থা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।
advertisement
নিঃশর্ত নাগরিকত্বের জায়গায় প্রত্যেকটা পদক্ষেপে শর্ত চাপানো হচ্ছে। আর এতদিন পরে সি.এ.এ ক্যাম্প কেন, প্রায় এক বছরের বেশি সময় চলে গেছে, আসলে তার কারণ SIR করতে গিয়ে যেই সমস্যাগুলি তৈরি হবে সমস্যাগুলোতে যাতে ভোটব্যাঙ্কে প্রভাব না পড়ে তাই এটা একটা আইওয়াশ করা হচ্ছে।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নদিয়ার এই জায়গায় শুরু হয়ে গেল CAA ক্যাম্প! ঝড় তুলেছিল যে 'বিল'! কী বলছেন সাধারণ মানুষ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement