East Bardhaman News: বর্ষার শুরুতে গাছ কেনার জন্য নার্সারিতে ব্যাপক ভিড় জমাচ্ছেন ক্রেতারা 

Last Updated:

গাছ বেচেই চলে তাঁদের সংসার। বর্ষার সময় তাই ব্যাপক পরিমাণে গাছ বিক্রি করে খুশি হচ্ছেন নার্সারি মালিকেরাও।

+
ছাতা

ছাতা মাথায় গাছ কিনছেন ক্রেতা 

পূর্ব বর্ধমান : সকলেই হয়ত জানেন যে বর্ষাকাল গাছ লাগানোর সবথেকে ভাল সময়। তাই এই সময় প্রায় অনেকেই বিভিন্ন জায়গায় নানা ধরনের গাছ লাগিয়ে থাকেন। ইতিমধ্যেই রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। আর বর্ষা শুরু হতেই নার্সারিতে ভিড় জমাতে শুরু করেছেন ক্রেতারা। বৃষ্টিকে উপেক্ষা করেই গাছ কেনার জন্য নার্সারিতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। রীতিমত এই বর্ষার সময় ছাতা মাথায় দিয়েও নার্সারিতে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আম, জাম, কৃষ্ণচূড়া, নারকেল সহ বিভিন্ন ধরনের গাছ কিনতে লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের। এই বিষয়ে নার্সারিতে গাছ কিনতে এসে প্রদীপ দাস নামের এক ক্রেতা বলেন, “বর্ষা শুরু হয়ে গিয়েছে সেই কারণেই গাছ কিনতে এসেছি। আমি জানি এই বর্ষায় গাছ লাগালে ভাল গাছ হবে , সেই কারণেই এসেছি। আমি নিজে ২৬ টা গাছ নিয়েছি।”
এই বর্ষার সময় গাছ বিক্রি করে হাঁসি ফুটেছে পূর্ব বর্ধমান এর নার্সারি মালিকদের মুখেও। বছরের প্রায় প্রত্যেক সময় নার্সারি থেকে কম বেশি গাছ বিক্রি হয়। গাছ বিক্রি করে কোনও রকমে সংসার চালান নার্সারি মালিকরা। তবে বছরের অন্যান্য সময় অল্প পরিমাণে গাছ বিক্রি হলেও , এই বর্ষাকালে ব্যাপক পরিমাণে গাছ বিক্রি হয়। বর্ষার সময় গাছ বিক্রি করার জন্য, কয়েকমাস আগে থেকেই বিভিন্ন চারা তৈরি করে প্রস্তুত থাকেন নার্সারির মালিকরাও।
advertisement
advertisement
আর বর্ষা শুরু হতেই বিভিন্ন নার্সারিতে ব্যস্ততা থাকে তুঙ্গে। সারাদিনে গাছ কেনার ভিড় জমান বহু মানুষ। এই বিষয়ে এক নার্সারি মালিক দেবজ্যোতি চক্রবর্তী বলেন, “সারাবছর আমাদের সেরকম বিক্রি না হলেও এই সময় ভাল গাছ বিক্রি হয়। অনেক চাপ থাকে আমাদের। ক্রেতারা ভিড় জমাচ্ছেন, গাছও ভালই বিক্রি হচ্ছে। প্রত্যেকবছর বর্ষা আসার আগে থেকেই আমরা প্রস্তুতি নিতে থাকি। এই সময় আমাদের অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে।”
advertisement
গাছ বিক্রি করাইমূল পেশা নার্সারি মালিকদের। দীর্ঘ পরিশ্রম, পরিচর্যা করে তাঁরা বিভিন্ন ধরনের গাছ প্রস্তুত করে থাকেন। গাছ বেচেই চলে তাঁদের সংসার।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
বর্ষার সময় তাই ব্যাপক পরিমাণে গাছ বিক্রি করে খুশি হচ্ছেন নার্সারি মালিকেরাও। বর্ষাকাল যেন হাঁসি ফুটিয়েছে নার্সারি মালিকদের মুখে।
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বর্ষার শুরুতে গাছ কেনার জন্য নার্সারিতে ব্যাপক ভিড় জমাচ্ছেন ক্রেতারা 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement