Bongaon News: বন্ধ ঘরের বাইরে ভন ভন করছিল মাছি, ভিতরে ঢুকেই শিউরে উঠল পুলিশ! কী ঘটল বনগাঁয়?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পরিবার ও স্থানীয় সূত্রের খবর, শনিবার স্ত্রী এবং মেয়েকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে যান আনন্দ বিশ্বাস।
অণিরুদ্ধ কীর্তনীয়া, বনগাঁ: বন্ধ ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, দরজা জানালা দিয়ে মাছি উড়ছে৷ তা দেখেই সন্দেহ হয়েছিল প্রতিবেশীদের৷ সেই বন্ধ ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর পঁচা গলা দেহ উদ্ধার করল পুলিশ।
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার গোবরাপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তির নাম আনন্দ বিশ্বাস(৫৪ বছর), গাঁড়াপোতা বাজারে পানের ব্যবসা রয়েছে তাঁর। পুলিশ ও পরিবারের প্রাথমিক অনুমান, ফ্যানের সঙ্গে কাপড় ঝুলিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যবসায়ী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রের খবর, শনিবার স্ত্রী এবং মেয়েকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে যান আনন্দ বিশ্বাস। সেখানে তাঁদেরকে রেখে আনন্দ বিশ্বাস বাড়িতে ফিরে আসেন। তবে তিনি কখন বাড়িতে ফেরেন সে বিষয়ে কেউ কিছু জানে না। তার সাথে ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পান তাঁর আত্মীয়রা।
advertisement
advertisement
বৃহস্পতিবার বিকালে তাঁর ভাইয়ের বাড়ির লোকজন বন্ধ ঘর থেকে দুর্গন্ধ পান এবং মাছি ভনভন করতে দেখেন। তারপর তারা পঞ্চায়েত সদস্য এবং গাঁড়াপোতা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে বন্ধ ঘরের দরজা ভেঙে আনন্দ বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে খবর আগামী ফাল্গুন মাসে আনন্দবাবুর মেয়ের বিয়ে রয়েছে এবং তিনি কিছু ধারদেনায় জড়িয়ে পড়েন। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে মেয়ের বিয়ে এবং ধার দেনা জড়িত বিষয়ে দুশ্চিন্তার ফলে আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন আনন্দবাবু। তবে বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2025 4:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bongaon News: বন্ধ ঘরের বাইরে ভন ভন করছিল মাছি, ভিতরে ঢুকেই শিউরে উঠল পুলিশ! কী ঘটল বনগাঁয়?