Business Idea: পুরুলিয়ার কৃষকের দুর্দান্ত আইডিয়া! বাড়ির জমিতে করছেন 'এইসব' চাষ, মাসে প্রায় ১ লক্ষ টাকা উপার্জন
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Business Idea: প্রায় ১৫ বছর আগে জানিক বাউরির চাষের যাত্রা শুরু হয়েছিল। ধীরে ধীরে সেই ছোট্ট চাষ আজ একটি পূর্ণাঙ্গ বাগানে পরিণত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি 'কৃষক রত্ন' পুরস্কার পেয়েছেন।
পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়া জেলার কাশীপুরের প্রত্যন্ত আমসোলা গ্রামের বাসিন্দা জানিক বাউরি। নিজের বাড়ির জমিতে প্রায় ২০ বিঘা জায়গার উপর একটি বিশাল ফলের বাগান গড়ে তুলে নজির সৃষ্টি করেছেন তিনি। সম্পূর্ণ নিজের উদ্যোগে তৈরি এই বাগানে তিনি আনারস, মুসাম্বি, নারকেল, বেদানা, আম, পেয়ারা, বাতাবিলেবু সহ প্রায় ১৫ ধরণের ফল চাষ করেছেন।
ফল চাষের ক্ষেত্রে তাঁর এই অসামান্য সাফল্যের জন্য জানিক বাউরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ‘কৃষক রত্ন’ পুরস্কার পেয়েছেন। শুধু তাই নয়, ব্লক থেকে জেলাস্তর পর্যন্ত একাধিক সম্মান ও পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গ স্বাভাবিক ছন্দে ফিরলেও কার্শিয়াংয়ের ‘এই’ এলাকা এখনও বিছিন্ন! তালা ঝুলছে সব হোমস্টেতেই, মাথায় হাত মালিকদের, খাবে কী!
প্রায় পনেরো বছর আগে জানিক বাউরির এই ফল চাষের যাত্রা শুরু হয়েছিল। ধীরে ধীরে সেই ছোট্ট চাষ আজ একটি পূর্ণাঙ্গ ফলের বাগানে পরিণত হয়েছে। ফল চাষে তাঁর অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি রাজ্য সরকারের ‘কৃষক রত্ন’ পুরস্কার পেয়েছেন।
advertisement
advertisement
ফলচাষি জানিক বাউরি জানান, উদ্যানপালন দফতরের সহযোগিতায় তিনি সরকারি ব্যবস্থাপনায় ফল বাজারজাত করেন। এর মাধ্যমে প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি উপার্জন হয়। তাঁর বাগানের ফল কলকাতা, বীরভূম, বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। তবে লকডাউনের পর থেকে ব্যবসায় কিছুটা ভাটা পড়েছে বলে জানিয়েছেন তিনি। আগের মতো বৃহৎ পরিসরে এখন ফল বাজারজাত করা সম্ভব হচ্ছে না। বর্তমানে খুচরো বাজারেই বেশিরভাগ ফল বিক্রি করতে হচ্ছে। ফলে উপার্জনও আগের তুলনায় কমে গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবু সব বাধা পেরিয়ে জানিক বাউরি আজ পুরুলিয়ার কৃষি উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। যেখানে একাগ্রতা, পরিশ্রম ও স্বপ্ন মিলেমিশে ফলিয়েছে সাফল্যের সোনালী ফসল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Oct 12, 2025 2:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Business Idea: পুরুলিয়ার কৃষকের দুর্দান্ত আইডিয়া! বাড়ির জমিতে করছেন 'এইসব' চাষ, মাসে প্রায় ১ লক্ষ টাকা উপার্জন









