Business Idea: আজকের দিনে এই ব্যবসায় নামলে শুধু লাভ'ই লাভ

Last Updated:

Business Idea: এক সময় মাটির হাঁড়ি, কলসি সহ কয়েক ধরনের নির্দিষ্ট বাসনপত্র পাওয়া যেত কুম্ভকারের ঘরে। তবে বর্তমান সময় অনেকেই কুম্ভকার না হওয়া সত্বেও প্রশিক্ষণ নিয়ে মাটির তৈরি শৌখিন জিনিস পত্র তৈরি করতে শুরু করেছেন

+
অল্প

অল্প পুঁজিতে এই ব্যবসায় প্রচুর আয়ের সুযোগ

হাওড়া: কুম্ভকার না হয়েও মাটির ব্যবসায় নেমে সফল হতে পারেন। আধুনিক এই সময়ে বিকল্প জিনিসের চাহিদার মধ্যেই পাল্লা দিয়ে ফিরছে মাটির জিনিস। ক্রমশই বাড়ছে চাহিদা। মাটির তৈরি নিত্য ব্যবহার্য সামগ্রী থেকে ঘর সাজানোর জিনিসের কদর যথেষ্ট। ফলে এই সুযোগটাকে নতুন উদ্দ্যোগপ্রতি হিসেবে আপনি কাজে লাগালে ভাল লাভ করতে পারেন।
এক সময় মাটির হাঁড়ি, কলসি সহ কয়েক ধরনের নির্দিষ্ট বাসনপত্র পাওয়া যেত কুম্ভকারের ঘরে। তবে বর্তমান সময় অনেকেই কুম্ভকার না হওয়া সত্বেও প্রশিক্ষণ নিয়ে মাটির তৈরি শৌখিন জিনিস পত্র তৈরি করতে শুরু করেছেন। এই ব্যবসায়ে হাত পাকিয়ে ভাল লাভের মুখ দেখছেন বেশিরভাগই। শৌখিন বাসন পত্র, দই ও বিরিয়ানি সহ নানা জিনিস রাখার সুনন্দন পাত্র, ডিনার সেট, জলের বোতল, কুঁজো টেবিল ল্যাম্প, হ্যারিকেন ফ্রেম সহ নানা করুকার্জময় মাটির জিনিস তৈরি হচ্ছে।
advertisement
advertisement
মাঠের সামগ্রীর চাহিদা এখন গ্রাম বা শহরের ভেদাভেদের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সর্বত্র তার চাহিদা তৈরি হয়েছে। মাটি তৈরি এই সমস্ত জিনিস কিনে ব্যবসা শুরু করতে পারলে লাভের পরিমাণও মন্দ নয়। প্রায় ২৫-৩০ শতাংশ থেকে শুরু করে আরও বেশি হতে পারে লাভ। এছাড়া গরমকালে মাটির কুঁজো তৈরি করলে বিপুল আয় হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। কারণ গরম বহু মানুষ মাটির কুঁজো কিনে তাতে জল খান। নতুন প্রজন্মের অনেকেই ক্রমশ এই ব্যবসার প্রতি আকৃষ্ট হচ্ছে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Business Idea: আজকের দিনে এই ব্যবসায় নামলে শুধু লাভ'ই লাভ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement