Purba Medinipore Bus Accident: দিঘার পথে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা, বাস- মালবাহী গাড়ির সংঘর্ষে মৃত ৩, আহত ১৩
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সবজি বোঝাই গাড়িটির চালক ও খালাসি মিলিয়ে আহত ছ' জনের অবস্থা আশঙ্কাজনক। বাসের সাতজন যাত্রীও গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন (Purba Medinipore Bus Accident)৷
#কোলাঘাট: দিঘা-নন্দকুমার (Digha) ১১৬ বি জাতীয় সড়কের উপরে বাসের সঙ্গে সব্জি বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, আহত অন্তত ১৩৷ আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক (Purba Medinipore Bus Accident)। কলকাতাগামী খেজুরির বোগা রুটের একটি বাস দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সবজির গাড়িকে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।
সবজি বোঝাই গাড়িটির চালক ও খালাসি মিলিয়ে আহত ছ' জনের অবস্থা আশঙ্কাজনক। বাসের সাতজন যাত্রীও গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের বেশ কয়েকজনকে চণ্ডীপুর হাসপাতাল এবং জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও সবজি গাড়ির পাশাপাশি আরও দু'টি গাড়িও দুর্ঘটনার কবলে পড়েছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্ঘটনার জেরে দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই রাস্তা। আটকে পড়েন বহু পর্যটকও৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রেলারকে টপকে যাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত এই রাস্তার উপরে যত্রতত্রই দাঁড়িয়ে থাকে গাড়ি। তার জেরে দুর্ঘটনা লেগে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের নাকের ডগায় জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় দাঁড়িয়ে থাকছে গাড়ি। কিন্তু ট্রাফিক পুলিশ কিংবা প্রশাসন, কেউই এসব নিয়ে কোনও পদক্ষেপ করছে না। যে কারণে দুর্ঘটনা লেগে রয়েছে জেলার জাতীয় এবং রাজ্য সড়কে।
advertisement
তবে এই দুর্ঘটনায় স্থানীয় নিত্যযাত্রী থেকে গাড়িচালক একাংশের দাবি, দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের বেশিরভাগ অংশই বেহাল। রাস্তাটির সম্প্রসারণের কাজ চলছে। এই রুটে প্রতিটি বাসস্ট্যান্ডে বাস গুলির নির্দিষ্ট সময়সীমা রয়েছে। যার জেরে খারাপ রাস্তার সময় পূরণ করতে রাস্তা ভালো পেলে গাড়ির গতিবেগ বাড়ান বাসচালকরা। ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। এই জাতীয় সড়কে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। গাড়িচালক থেকে নিত্যযাত্রীরা চাইছেন রাস্তাটি দ্রুত সম্প্রসারণের কাজ শেষ করুক প্রশাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2021 1:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipore Bus Accident: দিঘার পথে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা, বাস- মালবাহী গাড়ির সংঘর্ষে মৃত ৩, আহত ১৩