Bus Accident: গঙ্গাসাগরে ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল বাস
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Bus Accident: সাগরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল শুক্রবার। এই ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাস। ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয়েছে সাগর গ্রামীণ হাসপাতালে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ
দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগরে ভয়াবহ দুর্ঘটনা দুমড়ে মুচড়ে গিয়েছে বাস। ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয়েছে সাগর গ্রামীণ হাসপাতালে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সূত্রের খবর গঙ্গাসাগর থেকে দুটি বাস যাত্রী নিয়ে কচুবেড়িয়ার দিকে আসছিল। পাখিরালার মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাছে পিছনে থাকা বাসটি হঠাৎ সামনের বাসটিকে ওভারটেক করতে যায়। ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা সেখানে ছুটে আসে। এরপর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: জয়গাঁ পর্যটন প্রসারে উদ্যোগী পর্যটন ব্যবসায়ীরা
পরে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এখনো প্রর্যন্ত ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।দুটি বাসের মধ্যে রেষারেষির জেরে এই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রেখেছে পুলিশ। আহতদের সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে।
advertisement
বাস দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথম উদ্ধারকাজে হাত লাগায়। তারাই বাস থেকে সকলকে বের করে আনে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে বর্তমানে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2024 2:07 PM IST