বাসের সিটে পড়ে থাকা টাকা সমেত ব্যাগ ফেরত দিলেন বাস কন্ডাকটর

Last Updated:

সততার আর এক উদাহরণ। বাসের সিটে পড়ে থাকা টাকা সমেত ব্যাগ ফেরত দিলেন বাস কন্ডাকটর জানে আলম।

#বর্ধমান: সততার আর এক উদাহরণ। বাসের সিটে পড়ে থাকা টাকা সমেত ব্যাগ ফেরত দিলেন বাস কন্ডাকটর জানে আলম। এই দৃষ্টান্তে খুশী সকলেই। রবিবার বর্ধমানের গলসীর বাসিন্দা পেশায় মেডিকেল রিপ্রেজেন্টিভ মনসুর আলি মণ্ডল বর্ধমান স্টেশন মোড়ে টাউন সার্ভিস বাসে চাপেন। এরপর তিমি নবাবহাটে নেমে যান বাস থেকে। কিন্তু তার ব্যাগটি বাসেই পড়ে থাকে।
যখন তার মনে পড়ে ততক্ষণে বাস নবাবহাট বাসস্ট্যাণ্ড থেকে ছেড়ে চলে গেছে। এরপর তিনি আলিশা বাস স্ট্যাণ্ডে গিয়ে ওই বাসের খোঁজ করতেই বাস কন্ডাকটর জানে আলম জানান তার হেফাজতেই ব্যাগটি আছে। এরপর বাস কর্মী ইউনিয়নের অফিসে গিয়ে সবার সামনে টাকা সহ ব্যাগটি মনসুর আলি মণ্ডলের হাতে ফেরত দেন।
ওই ব্যাগে নগদ ২৪ হাজার টাকা ছাড়াও মনসুরের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। সব কিছু ফিরে পেয়ে তিনি খুশী। তিনি খুশী ছাপোষা জানে আলমের সততায় ।গোটা ঘটনায় উল্লসিত বাসকর্মীরা ।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাসের সিটে পড়ে থাকা টাকা সমেত ব্যাগ ফেরত দিলেন বাস কন্ডাকটর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement