Bus Accident: পুরী থেকে মেদিনীপুর আসছিল ট্যুরিস্ট বোঝাই বাস, রাতে ঘটল ভয়ঙ্কর ঘটনা! চারিদিকে রক্ত আর গোঙানি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bus Accident: যাত্রী বোঝাই ট্যুরিস্ট বাসটি একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কেশিয়াড়ি: পুরী থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস। ঠিক যেন ১৯ দিন আগের ঘটনার পুনরাবৃত্তি! পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই ট্যুরিস্ট বাস। সোমবার ভোরে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার কলাবনির কাছে জাতীয় সড়কে (১৬নং) দুর্ঘটনাটি ঘটে।
যাত্রী বোঝাই ট্যুরিস্ট বাসটি একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় আহত হন বাসের চালক, খালাসি সহ বেশ কয়েকজন। তবে, যাত্রীদের আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে। যদিও, জাতীয় সড়কে এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং কেশিয়াড়ি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ১৮ মার্চ পশ্চিম বর্ধমান থেকে প্রায় ৬৫ জন যাত্রী নিয়ে এই বাসটি বেরিয়েছিল পুরীর উদ্যেশে। ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। বাসযাত্রী রুবি ভান্ডারী, অরিজিৎ ভান্ডারীরা জানিয়েছেন, “আমরা সাত দিনের ট্যুরে পুরী গিয়েছিলাম। ফেরার পথেই এই দুর্ঘটনা।” রুবি বলেন, “পুলিশ হঠাৎ করে পিকআপ ভ্যানটিকে টর্চ মেরে দাঁড় করিয়ে দেয়। তারপরই আমাদের চালক গিয়ে ওই পিকআপ ভ্যানে ধাক্কা মারে! চালকের কোনও দোষ নেই। পুলিশ বলছে আমাদের বাসের চালক মদ্যপ ছিলেন। কিন্তু, উনি গোটা রাস্তাটাই ভালভাবে চালিয়ে নিয়ে আসছিলেন।”
advertisement
যদিও, পুলিশ জানিয়েছে, দৃশ্যমানতা কম ছিল। হয়ত চালকের চোখে ঘুম লেগে গিয়েছিল বলেই এই দুর্ঘটনা। উল্লেখ্য, গত ৫ মার্চ ভোরেও পশ্চিম বর্ধমানের একটি টুরিস্ট বাস পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2025 1:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus Accident: পুরী থেকে মেদিনীপুর আসছিল ট্যুরিস্ট বোঝাই বাস, রাতে ঘটল ভয়ঙ্কর ঘটনা! চারিদিকে রক্ত আর গোঙানি