Burdwan News: প্রাণের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীদের ধরে এলাকার হিরো দুই পুলিশ, বর্ধমানে টানটান উত্তেজনা...

Last Updated:

ধৃত দুজনকে বুধবার বর্ধমান আদালতে পাঠায় গুসকরা ফাঁড়ির পুলিশ।  ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে সন্ধান চলছে। আগ্নেয়াস্ত্রটিকেও উদ্ধার করার চেষ্টা চালানো হবে।

বর্ধমান: মোটা টাকার ছিনতাই রুখে দিয়ে এলাকার হিরো হয়ে উঠল দুই  ভিলেজ পুলিশ। তাদের সাহস ও উপস্থিত বুদ্ধিতে ছিনতাই হওয়া টাকা সহ দুই দুষ্কৃতীকে ধরে ফেললো পুলিশ। এই ঘটনা ঘটেছে আউশগ্রামের শিববাটি এলাকায়। দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায়  আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা  ঘটেছিল।প্রাণের ঝুঁকি নিয়ে দুই দুষ্কৃতীকে ধরল তারা। তাদের তৎপরতা ফ্লিমের প্লটকেও হার মানায়।
মঙ্গলবার পূর্ব বর্ধমানের ২ বি জাতীয় সড়কের আউশগ্রামের শিববাটি এলাকায় এই ঘটনা ঘটেছে। ধৃতদের নাম ইব্রাহিম শেখ ও তুফান চৌধুরী। তাদের বাড়ি কাটোয়ার রাজোয়া এলাকায়। ঠিক কী ঘটেছিল?
মঙ্গলকোটের  রঘুনাথপুরে সুরজ শেখ নামে এক যুবকের লটারির টিকিট বিক্রির দোকান আছে। সেখানে কাজ করেন শাহাজাহান শেখ ওরফে লাল্টু। মঙ্গলবার দুপুরে ব্যবসার টাকা নিয়ে শাহাজাহান বাইকে চেপে একটি ব্যাগে নগদ ৫ লক্ষ ১০ হাজার ৪৪০ টাকা নিয়ে নিয়ে গুসকরার একটি রাষ্ট্রয়াত্ব ব্যাঙ্কে জমা করতে যাচ্ছিলেন। তাঁর কাছে ৭ লক্ষ ৮ হাজার ৮০৫ টাকার একটি চেকও ছিল। শিববাটির কাছে শাহাজাহানের চলন্ত বাইকে লাথি মারে দুষ্কৃতীরা। শাহাজাহান মাটিতে উল্টে পড়েন। এরপর বাইক আরোহী ওই দুষ্কৃতী হেলমেট দিয়ে শাহাজাহানের মাথায় আঘাত করে। তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুন করার হুমকি দিয়ে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
advertisement
advertisement
সেসময় ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন আউশগ্রামের উক্তা অঞ্চলের ভিলেজ পুলিশ সুজন পাল। তিনি বিষয়টি বুঝতে পেরেই ছিনতাইকারীদের পিছনে বাইক নিয়ে  ধাওয়া করার পাশাপাশি ফোনে ভেদিয়া অঞ্চলের ভিলেজ পুলিশ জাকির শেখ ও ভেদিয়া ক্যাম্পের পুলিশকে খবর দেয়।ভিলেজ পুলিশ সুজন পাল বাইক নিয়ে দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করায় দুষ্কৃতীরা জাতীয় সড়কের বাগবাটি মোড় থেকে আউশগ্রামের বুধরো গ্রামে ঢুকে পড়ে।পুলিশ দ্রুত সেখানে গিয় ছিনতাইকারীদের ধরে ফেলে। উদ্ধার করা হয় খোয়া যাওয়া টাকা ও চেক। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের ব্যবহৃত বাইক, মোবাইল ফোন এবং হেলমেটটি বাজেয়াপ্ত করা হয়েছে।ভিলেজ পুলিশ সুজন পালের বাড়ি আউশগ্রামের গোবিন্দপুর গ্রামে আর জাকির সেখের বাড়ি ভেদিয়ায়।
advertisement
ধৃত দুজনকে বুধবার বর্ধমান আদালতে পাঠায় গুসকরা ফাঁড়ির পুলিশ।  ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে সন্ধান চলছে। আগ্নেয়াস্ত্রটিকেও উদ্ধার করার চেষ্টা চালানো হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan News: প্রাণের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীদের ধরে এলাকার হিরো দুই পুলিশ, বর্ধমানে টানটান উত্তেজনা...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement