প্রতিদিনই থাকছেন নামী শিল্পীরা, উৎসাহ উদ্দীপনায় শুরু হল বর্ধমান উৎসব

Last Updated:

প্রতি বছরই বর্ধমান উৎসব উপলক্ষে বর্ধমানের স্থাপত্য ভাস্কর্য-সহ দর্শনীয় স্থানগুলি আলো দিয়ে সাজানো হয়। এবারও তেমন ব্যবস্থা করা হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, থিম ভাবনার উপরে উৎসব ময়দানে রয়েছে বিশেষ প্যাভেলিয়ান।

#বর্ধমান: বিশিষ্ট কবি সুবোধ সরকারের হাত ধরে শুরু হল বর্ধমান পুর উত্‍সব। বর্ধমান পুরসভা আয়োজিত এই উৎসব চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের প্রতিটা দিনেই থাকছে নানা চমক, সঙ্গে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় নামী শিল্পীরা ছাড়াও কলকাতা তথা দেশের প্রখ্যাত শিল্পীরাও এই উৎসবে অংশ নেবেন বলে খবর।
বর্ধমানের উৎসব ময়দানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার প্রধান পরেশচন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা। ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্তও।
advertisement
বর্ধমান পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন, এবারের বর্ধমান পুর উৎসবের থিম রাখা হয়েছে 'মায়ের কথা মাটির গান,ললিত কলার বর্ধমান।' পৌষ মাসে নবান্নের নতুন ধানের গন্ধে মাতোয়ারা হবে গোটা গ্রাম বাংলা। সেই সুবাসে আপ্লুত হবেন বর্ধমানের নগরবাসীও। মন চায় শীতের উৎসব। তাই শহরবাসীর উদ্দেশ্যেই এই পুর উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পুরকর্তৃপক্ষ। নাচে গানে কবিতায় আড্ডায়, বিকিকিনির হাট জমে উঠবে বলে তাঁদের আশা।
advertisement
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বর্ধমান শহরের গার্লসের ছাত্রীরা। এছাড়াও, সঙ্গীত পরিবেশনায় ছিল বাংলা ব্যান্ড ত্রিতান। ১৮ ডিসেম্বর, অর্থাৎ, রবিবার অতিথি শিল্পী চিরায়াত সঙ্গীত পরিবেশন করবেন। ১৯ ডিসেম্বর থাকছেন বাবুল সুপ্রিয়। ২০ ডিসেম্বর ডিসেম্বর সঙ্গীত পরিবেশন করবে সুরজিৎ ও বন্ধুরা। ২১ ডিসেম্বর বর্ধমানের বিশিষ্ট শিল্পীরা ভরিয়ে তুলবেন আসর। ২২ ডিসেম্বর থাকছেন সঙ্গীত শিল্পী শুভমিতা। ২৩ ডিসেম্বর অতিথি শিল্পী হিসেবে থাকছেন অনন্যা চক্রবর্তী। ২৪ ডিসেম্বর থাকছে ফকিরার অনুষ্ঠান। শেষ দিন অর্থাৎ, ২৫ ডিসেম্বর অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন তন্ময় কর।
advertisement
প্রতি বছরই বর্ধমান উৎসব উপলক্ষে বর্ধমানের স্থাপত্য ভাস্কর্য-সহ দর্শনীয় স্থানগুলি আলো দিয়ে সাজানো হয়। এবারও তেমন ব্যবস্থা করা হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, থিম ভাবনার উপরে উৎসব ময়দানে রয়েছে বিশেষ প্যাভেলিয়ান।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রতিদিনই থাকছেন নামী শিল্পীরা, উৎসাহ উদ্দীপনায় শুরু হল বর্ধমান উৎসব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement