#বর্ধমান: আমফানের পর আবার ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ল পূর্ব বর্ধমান। বুধবার বিকেলে জেলার বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ে ব্যাপক তান্ডব তান্ডব চলে। মুষলধারে বৃষ্টিও হয়। ঝড়ে নতুন করে প্রচুর গাছ উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে বিদ্যুতহীন বহু এলাকা। গাছ পড়ে সারা রাত বন্ধ ছিল অনেক রাস্তা। নতুন করে চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে। জেলাশাসক বিজয় ভারতী জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে।
বুধবারের ঝড়ে কালনা মহকুমায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কালনা শহর ও তার আশপাশ এলাকা, মন্তেশ্বরে প্রচুর গাছ ভেঙে পড়েছে । মন্তেশ্বরের দেনুড়ে বাজ পড়ে দুটি গরুর মৃত্যু হয়েছে। দেনুড় গ্রামে বাসিন্দা রবি দাস ও তার ছেলে সুখেন দাস মাঠে গরু চড়াতে গিয়েছিল। সেই সময় বাজ পড়লে সঙ্গে সঙ্গে গরু দুটি মারা যায় এবং সুখেন দাসও আহত হয়েছেন। ওই এলাকার আসানপুর গ্রামে পার্থ ঘোষের গোয়াল ঘরের চালে বড় গাছ পড়ে যায়। চাল সমেত চাপা পড়ে যায় দশটি গরু। স্থানীয়রা আহত গরুগুলিকে উদ্ধার করেন। মন্তেশ্বর থানা এলাকায় বেশ কয়েকটি বাড়ির চালও উড়ে যায়। বহু ইলেকট্রিক পোল উপড়ে গিয়েছে। কালনা শহর ও মন্তেশ্বর,মামুদপুর,কুসুমগ্রাম,পূর্বস্থলী এলাকার রাস্তা, দোকান ও বাড়ির ওপর গাছ পড়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amphan Cyclone