গ্রামের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পরল আট আটটি ট্রাক! কারণ জানলে অবাক হবেন...

Last Updated:

মূল রাস্তায় চলছিল পুলিশ ও পরিবহন দফতরের চেকিং। ধরা পড়ে যাওয়ার ভয়ে বালি বোঝাই আটটি লরি ঢুকে পড়ল পূর্ব বর্ধমানের জামালপুর এলাকার মাঠনসিপুর গ্রামে।

ভয়ে আতঙ্কে যা করলেন গ্রামবাসী!
ভয়ে আতঙ্কে যা করলেন গ্রামবাসী!
বর্ধমান: মূল রাস্তায় চলছিল পুলিশ ও পরিবহন দফতরের চেকিং। ধরা পড়ে যাওয়ার ভয়ে বালি বোঝাই আটটি লরি ঢুকে পড়ল পূর্ব বর্ধমানের জামালপুর এলাকার মাঠনসিপুর গ্রামে। এই নিয়ে রাতভর চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সকালে পুলিশ এলে বিক্ষোভে ফেটে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়।
রবিবার রাতে মূল রাস্তায় গাড়ির চেকিং চলছিল। ভয় পেয়ে ৮ টি ওভারলোড বালি বোঝাই লরি মাঠনসিপুর গ্রামে ঢুকে পড়ে। এতে রাস্তার ক্ষতি হবে বলে সরব হন গ্রামবাসীরা। তারা পুজোর কিছু চাঁদা চাইলেও তা দেননি ওঁরা। সকালে পুলিশ এলে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা।ছড়ায় গ্রামবাসীদের  অভিযোগ, রাতভর শয়ে শয়ে লরির উৎপাত চলে। বেশিরভাগ ওভারলোড গাড়ি। রাত ১০ টা থেকে ভোর অবধি এই দাপাদাপি চলে।
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, বেরুগ্রাম অঞ্চলের শাসক দলের এক নেতার মদতেই এই কারবারের রমরমা। তাদের আরো অভিযোগ প্রায় প্রতি রাতেই হিজলনা এলাকা ও চক্ষণজাদী এলাকা থেকে এই ওভারলোড গাড়িগুলি ছাড়ে। এতে রাস্তা বেহাল হয়ে যাচ্ছে। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, বালির বেআইনি কারবারের সঙ্গে দলের কেউ যুক্ত নেই প্রশাসনকে বলবো আইনসম্মত ভাবে যাতে বালি তোলা হয় সে ব্যাপারে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিক।
advertisement
advertisement
পূর্ব বর্ধমান জেলায় বালির বেআইনি কারবার বন্ধে তৎপর প্রশাসন। জেলার পুলিশ সুপার কামনাশিষ সেন নিজে বালির ওভারলোডিং বন্ধে অভিযান চালিয়েছেন। প্রায় প্রতিদিনই কোন না কোন থানা এলাকায় ওভারলোডিং ট্রাক আটক করা হচ্ছে। তাদের জরিমানা করা হচ্ছে। তার মাঝেই জামালপুরের এই ঘটনা সামনে এসেছে। পুলিশ জানিয়েছে ওই গাড়িগুলি ওভারলোডিং ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কেনই বা এই গাড়িগুলি ওই গ্রামে ঢুকে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
বাসিন্দাদের অভিযোগ, পুলিশ ও পরিবহন দফতরের চোখকে ফাঁকি দিতেই সারারাত ধরে ওভারলোডিং ট্রাক চলে। এর ফলে রাস্তা বেহাল হয়ে পড়ছে। তাই একসঙ্গে আটটি গাড়ি ঢুকে পড়লে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গ্রামের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পরল আট আটটি ট্রাক! কারণ জানলে অবাক হবেন...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement