Organ Donation: আপনিও বাঁচাতে পারেন অন্য মানুষের জীবন, অভিনব উদ্যোগ নিল বর্ধমান মেডিক্যাল কলেজ
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Organ Donation: বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরফ থেকে আয়োজন করা হয়েছিল একটি র্যালির। জনসাধারণকে অঙ্গদান বিষয়ে সচেতন করে তুলতে আয়োজিত হয়েছিল এই র্যালি।
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরফে নেওয়া হল এক অভিনব উদ্যোগ। এদিন শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরফ থেকে আয়োজন করা হয়েছিল একটি র্যালির। জনসাধারণকে অঙ্গদান বিষয়ে সচেতন করে তুলতে আয়োজিত হয়েছিল এই র্যালি। মৃত্যুর পর নিজের শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে যে অপর কোনও ব্যক্তির ব্যাপক ভাবে সাহায্য করা সম্ভব সেটাই ছিল এই র্যালির প্রধান উদ্দেশ্য।
এই বিষয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষা মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা অঙ্গদানের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম। অঙ্গদান একটা মহৎ কাজ। মৃত্যুর পরে চোখ দেওয়া যায়। ব্রেন ডেথ হয়ে গেলে আরও অনেক অঙ্গ দেওয়া যায়। হার্ট, কিডনি, লাংস, লিভার, স্কিন এরকম প্রতিটা অঙ্গ আমরা দিতে পারি। একটা জীবন আমরা বাঁচাতে পারি। মৃত্যুর পর একটা মানুষের দু’টো চোখ দিয়ে অন্য ব্যক্তির দৃষ্টি ফেরানো যায়। এই বিষয়গুলো সম্পর্কে আজ জনসাধারণকে সচেতন করা হল।”
advertisement
আরও পড়ুন: ফের বৃষ্টির অ্যালার্ট! ঘণ্টাখানেকে দক্ষিণের ‘এক’ জেলা ভাসতে চলেছে, ৬ ঘণ্টায় বিপদের আশঙ্কা!
advertisement
বর্ধমান মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিয়া বিভাগের প্রধান সুমন্ত ঘোষ মৌলিকের কথায়, ”এই অঙ্গদান বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। শুধুমাত্র দান হিসেবে নয়, অঙ্গদান সকলের কর্তব্যের মধ্যে রাখা প্রয়োজন। বিভিন্ন ক্ষেত্রে একজন ব্যক্তির অঙ্গদানের ফলে, অপর কোনও ব্যক্তির জীবন বাঁচানোও সম্ভব। আপনার অঙ্গের দ্বারা নতুন জীবন ফিরে পেতে পারে অপর কোনও ব্যক্তি। স্কিন, কিডনি, লিভার, লাংস-সহ শরীরের আরও বিভিন্ন অঙ্গ দান করা যেতে পারে।
advertisement
তবে কেউ যদি অঙ্গদান করতে চান, তাহলে তিনি কীভাবে অঙ্গদান করবেন? বর্ধমান মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিয়া বিভাগের প্রধান সুমন্ত ঘোষ মৌলিক বলেন, “যিনি সচেতন হয়ে অঙ্গদান করতে চাইবেন তিনি আমাদের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তা করতে পারেন। নোটো, রোটো, সোটো অর্গানাইজেশনের মাধ্যমে পাওয়া যাবে প্লেজ ফর্ম। সেই ফর্ম ফিলাপ করে জমা দিলে একটা রিসিপ্ট দেওয়া থাকবে। যে ব্যক্তি ফর্ম ফিলাপ করবেন পরবর্তীতে তাঁর মৃত্যু হলে তাঁর বাড়ির লোক সেই খবর দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
advertisement
এদিন শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজের নার্স হোস্টেল থেকে এই র্যালি শুরু হয়েছিল। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও ছাত্রছাত্রী-সহ স্বাস্থ্যকর্মী এবং নার্সিং স্টাফদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2024 7:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Organ Donation: আপনিও বাঁচাতে পারেন অন্য মানুষের জীবন, অভিনব উদ্যোগ নিল বর্ধমান মেডিক্যাল কলেজ