'নেহরুর বউ' নামে খ্যাত, ব্রাত্য করেছিল আদিবাসী সমাজ! প্রয়াত সেই বুধনি মেঝান
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
১৯৫৯ সালের ৬ ডিসেম্বর ডিভিসি-র পাঞ্চেত জলাধারের উদ্বোধন হয়। উদ্বোধনে এসেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। আর সেদিন আদিবাসীদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বুধনি মেঝান।
দীপক শর্মা, পাঞ্চেত: প্রয়াত হলেন ‘নেহেরুর বউ’ বলে খ্যাত বুধনি মেঝান। শুক্রবার রাতে পাঞ্চেতের স্থানীয় আবাসনে তাঁর মৃত্যু হয়েছে। আজ তার অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
১৯৫৯ সালের ৬ ডিসেম্বর ডিভিসি-র পাঞ্চেত জলাধারের উদ্বোধন হয়। উদ্বোধনে এসেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। আর সেদিন আদিবাসীদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বুধনি মেঝান। তাঁর হাত দিয়ে জওহরলাল নেহেরু পাঞ্চেত ড্যাম উদ্বোধন করিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠান স্থলে ডিভিসির পক্ষ থেকে জওহরলাল নেহেরুকে মালা পরিয়েছিলেন। জহরলাল নেহেরু মশকরা করে সেই মালা পরিয়ে দিয়েছিলেন বুধনি মেঝানকে। এতেই বাঁধে বিপত্তি।
advertisement
advertisement
এরপর যখন নিজের সমাজে ফিরতে চান বুধনি। তখন আদিবাসী সমাজ তাঁকে নেহেরুর বউ বলে উপেক্ষা করেন এবং সেই উপেক্ষার জন্য তাঁকে গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়। হারিয়ে যান তিনি। পরবর্তীকালে ডিভিসি কর্তৃপক্ষ তাঁকে খুঁজে নিয়ে আসে এবং আবার তাঁর চাকরি ফিরিয়ে দেন। পরবর্তীকালে অবসর নিয়ে বুধনি মেঝান ডিভিসির আবাসনে থাকতেন। কিন্তু জীবনে তিনি সঠিক সম্মান পাননি বলেই অভিযোগ এলাকাবাসীদের। তাঁর গ্রামেও ফিরে যেতে পারেনি আর কোনওদিন।
advertisement
পরবর্তী সময়ে অবশ্য আসানসোলের সাংসদ আনন্দগোপাল মুখোপাধ্যায় বুধনি মেজানকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির কাছে নিয়ে গোটা ঘটনার কথা জানিয়েছিলেন৷ বুধনি যাতে প্রাপ্য সম্মান পান, সেই দাবিও তুলেছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ৷
শনিবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে পাঞ্চেত শ্মশানে। তার আগে ডিভিসির পক্ষ থেকে তাঁকে সম্মান জানানো হয়। সম্মান দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকেও। তবে এলাকাবাসীদের দাবি, বুধনি মেঝানের নামে বৃদ্ধাশ্রম কিমবা বুধনি মেজানের মূর্তি পাঞ্চেত এলাকায় স্থাপন করা হোক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2023 4:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'নেহরুর বউ' নামে খ্যাত, ব্রাত্য করেছিল আদিবাসী সমাজ! প্রয়াত সেই বুধনি মেঝান