South 24 Parganas News: শীতের মরসুমে পর্যটকদের এ কী আতঙ্ক! সুন্দরবনে উদ্বেগ বাড়াচ্ছে ভাঙা জেটিঘাট

Last Updated:

সুন্দরবনের অন্যতম পর্যটনস্থল কৈখালিতে বেহাল জেটিঘাট ৷ এখান থেকেই নৌকায় চেপে সুন্দরবনের নানান অঞ্চলে ঘুরতে যান বহু পর্যটক ৷ সেই কৈখালি জেটিঘাটের অবস্থা বেহাল 

+
সুন্দরবন 

সুন্দরবন 

সুন্দরবন: সুন্দরবনের অন্যতম পর্যটনস্থল কৈখালিতে বেহাল জেটিঘাট ৷ এখান থেকেই নৌকায় চেপে সুন্দরবনের নানা অঞ্চলে ঘুরতে যান বহু পর্যটক ৷ সেই কৈখালি জেটিঘাটের অবস্থা বেহাল ৷ ২০২০ সালের মে মাসে আমফান ঝড়ের দাপটে ভেঙে গিয়েছিল এই জেটিঘাট ৷ চারবছর কেটে গেলেও এখনও পর্যন্ত তা সারানো হয়নি ৷ ফলে সমস্যায় পড়েছেন পর্যটক এবং নিত্যযাত্রীরা৷
শীতকালে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম ৷ এইসময় প্রতিবছর বহু পর্যটক আসেন ৷ বেহাল জেটিঘাটের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা ৷ সপ্তাহখানেক আগেই নৌকা থেকে পড়ে মারা গিয়েছেন এক পর্যটক ৷ বারবার প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে দরবার করলেও এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি ৷ যদিও মাসখানের আগে সেচ দফতরের পক্ষ থেকে এই জেটিঘাট পরিদর্শন করা হয়েছে ৷ খুব তাড়াতাড়ি এই জেটিঘাট তৈরির কাজে হাত দেওয়া হবে বলে জানিয়েছেন কুলতলির বিধায়ক গনেশ মণ্ডল৷ যদিও এ প্রসঙ্গে পর্যটক রা জানিয়েছেন জেটিঘাট ভাঙা থাকায় তারা সমস্যার মধ্যে পড়েছেন।
advertisement
পাশাপাশি মহিলা ও বাচ্চাএবং বয়স্করা যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন ৷ এ বিষয়ে এক এক লঞ্চকর্মী জানান, এমনিতেই বোট তৈরি ও চালানোর খরচ বেড়েছে ৷ তার উপর জেটিঘাটের অবস্থা বেহাল হওয়ায় আরও সমস্যা বেড়েছে৷ বেহাল জেটিঘাটের কারণে অনেকেই নৌকায় উঠতে ভয় পাচ্ছে বলে তিনি জানান ৷ একদিকে এই শীতকালে বহু পর্যটক সুন্দরবনে ঘুরতে আসে আর সুন্দরবনের প্রবেশদ্বার কৈখালী আর এখান থেকেই বোর্ড বা লঞ্চে করে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় পর্যটকরা আর যদি এই জেটির এই হাল হয় তাহলে তো সমস্যায় পড়তেই হচ্ছে তুই নতুন বছরের শুরুতে জেটিঘাট টি সংস্কার বা নতুনভাবে রূপ দেয়া হতো তাহলে পর্যটক থেকে শুরু করে লঞ্চ অনেকটাই উপকার হয়। কবে হবে সেদিকে তাকিয়ে বোট মালিক থেকে শুরু করে সুন্দরবনের ঘুরতে আসার পর্যটকরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: শীতের মরসুমে পর্যটকদের এ কী আতঙ্ক! সুন্দরবনে উদ্বেগ বাড়াচ্ছে ভাঙা জেটিঘাট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement