ভেঙে ফেলা হচ্ছে নড়বড়ে বর্ধমান স্টেশনের পোর্টিকো
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
#বর্ধমান: বর্ধমান স্টেশনের নড়বড়ে পোর্টিকো ভাঙা শুরু হল। মূল প্রবেশদ্বার ব্যারিকেড দিয়ে ঘিরে স্টেশনের পোর্টিকো ভাঙা হচ্ছে। ৪ জানুয়ারি রাতে বর্ধমান স্টেশনের পোর্টিকো-সহ একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। এবার পোর্টিকো ভাঙার কাজ শুরু করল রেল।
৪ জানুয়ারি। সন্ধের পর শতাব্দীপ্রাচীন বর্ধমান স্টেশনের পোর্টিকো-সহ একাংশ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে স্টেশনের মূল প্রবেশদ্বার লাগোয়া দোতলা ভবনের একাংশ মাটিতে মিশে যায়।
যাত্রীরা অভিযোগ করেন, পুরোন পোর্টিকো আগেই দুর্বল হয়ে পড়েছিল। তার উপরেই চলছিল সৌন্দর্যয়ান আর রঙের প্রলেপ দেওয়ার কাজ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি তৈরি করে রেল। স্ট্রাকচারাল ইনজিনিয়রদের পরামর্শে নড়বড়ে পোর্টিকো ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়।
advertisement
advertisement
নড়বড়ে বর্ধমান স্টেশনের পোর্টিকো৷ পোর্টিকো ভেঙে ফেলা হচ্ছে৷
রবিবার রাত থেকে বর্ধমান স্টেশনের মূল প্রবেশদ্বার ব্যারিকেড দিয়ে ঘিরে পোর্টিকো ভাঙা হচ্ছে। চৌঠা জানুয়ারি দুর্ঘটনার পর থেকেই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকার রাস্তা বন্ধ। যাত্রীদের দাবি, পুরোন নকশা বজায় রেখেই পোর্টিকো-সহ বিল্ডিং তৈরি করুক রেল। কতদিন ধরে বর্ধমান স্টেশনের পোর্টিকো ভাঙা হবে, কতটা অংশই বা ভাঙা হবে, তা নিয়ে রেলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 20, 2020 5:04 PM IST