চার বছরের প্রেমের পর সম্পর্কে ছেদ, প্রেমিকার জন্য ধর্নায় বসলেন প্রেমিক
Last Updated:
অমিত শর্মার বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার নকপুল এলাকায়। আজ সকাল ৭টা থেকে প্রেমিকার ছবি ও সঙ্গে দু’টো পোস্টার নিয়ে ধর্নায় বসে, গোবরডাঙ্গা স্টেশন লাগোয়া। অমিতের দাবি, সে গত চার বছর ধরে হাবরা থানা মসলন্দপুর বিশ্বাস হাটি গ্রামের একটি মেয়েকে ভালোবাসে সে ৷ দীর্ঘ চার বছরের সম্পর্কের পর এ বছর ১৪ অগস্ট মেয়েটিকে নিয়ে পালিয়ে গিয়েছিল সে। কিন্তু ফোনে হুমকির ভয়ে ফিরে আসতে বাধ্য হন তিনি।
তারপর থেকে মেয়েটি আর কোনো যোগাযোগ রাখছে না ৷ সেই কারণে মেয়েটির ছবি নিয়ে গোবরডাঙ্গা স্টেশন লাগোয়া জনবহুল এলাকায় ধর্নায় বসেন অমিত। সাত সকালে প্রকাশ্যে এই ঘটনায় পথচলতি মানুষ হকচকিয়ে জান। ভিড় করেন সাধারণ মানুষ ৷ মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে ৷ দুপুর ১২টা নাগাদ অমিতের বাবা জয়দেব শর্মা দলবল নিয়ে এসে একপ্রকার জোর করেই ছেলেকে তুলে নিয়ে যান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2019 7:15 PM IST