corona virus btn
corona virus btn
Loading

চার বছরের প্রেমের পর সম্পর্কে ছেদ, প্রেমিকার জন্য ধর্নায় বসলেন প্রেমিক

চার বছরের প্রেমের পর সম্পর্কে ছেদ, প্রেমিকার জন্য ধর্নায় বসলেন প্রেমিক
প্রতীকী চিত্র ৷
  • Share this:

অমিত শর্মার বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার নকপুল এলাকায়। আজ সকাল ৭টা থেকে প্রেমিকার ছবি ও সঙ্গে দু’টো পোস্টার নিয়ে ধর্নায় বসে, গোবরডাঙ্গা স্টেশন লাগোয়া। অমিতের দাবি, সে গত চার বছর ধরে হাবরা থানা মসলন্দপুর বিশ্বাস হাটি গ্রামের একটি মেয়েকে ভালোবাসে সে ৷ দীর্ঘ চার বছরের সম্পর্কের পর এ বছর ১৪ অগস্ট মেয়েটিকে নিয়ে পালিয়ে গিয়েছিল সে। কিন্তু ফোনে হুমকির ভয়ে ফিরে আসতে বাধ্য হন তিনি। তারপর থেকে মেয়েটি আর কোনো যোগাযোগ রাখছে না ৷ সেই কারণে মেয়েটির ছবি নিয়ে গোবরডাঙ্গা স্টেশন লাগোয়া জনবহুল এলাকায় ধর্নায় বসেন অমিত। সাত সকালে প্রকাশ্যে এই ঘটনায় পথচলতি মানুষ হকচকিয়ে জান। ভিড় করেন সাধারণ মানুষ ৷ মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে ৷ দুপুর ১২টা নাগাদ অমিতের বাবা জয়দেব শর্মা দলবল নিয়ে এসে একপ্রকার জোর করেই ছেলেকে তুলে নিয়ে যান।

First published: September 25, 2019, 7:15 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर