• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরল ফ্রেজারগঞ্জের সাপে কামড়ানো শিশু

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরল ফ্রেজারগঞ্জের সাপে কামড়ানো শিশু

শনিবার, ঝড়ের রাতে কিশোরকে কামড়েছিল শাঁখামুটি সাপ। ক্লাস ওয়ানের ছেলেটিকে তুলে নিয়ে হাসপাতালে পৌঁছে দেন আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা ও শুভব্রত কুণ্ডু।

শনিবার, ঝড়ের রাতে কিশোরকে কামড়েছিল শাঁখামুটি সাপ। ক্লাস ওয়ানের ছেলেটিকে তুলে নিয়ে হাসপাতালে পৌঁছে দেন আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা ও শুভব্রত কুণ্ডু।

শনিবার, ঝড়ের রাতে কিশোরকে কামড়েছিল শাঁখামুটি সাপ। ক্লাস ওয়ানের ছেলেটিকে তুলে নিয়ে হাসপাতালে পৌঁছে দেন আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা ও শুভব্রত কুণ্ডু।

 • Share this:

  #ফ্রেজারগঞ্জ: ভাল আছে ফ্রেজারগঞ্জের কিশোর। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। শনিবার, ঝড়ের রাতে কিশোরকে কামড়েছিল শাঁখামুটি সাপ। ক্লাস ওয়ানের ছেলেটিকে তুলে নিয়ে হাসপাতালে পৌঁছে দেন আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা ও শুভব্রত কুণ্ডু। ছেলেকে ফিরে পেয়ে দেওয়ান পরিবার ধন্যবাদ জানাল নিউজ 18 বাংলাকে। মুখ্যমন্ত্রীও প্রশংসা করলেন।

  শনিবারের ভয়াল রাত। ফ্রেজারগঞ্জে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব কভার করছিলেন আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা। শাঁখামুটি সাপের কামড়ে অসুস্থ ক্লাস ওয়ানের কিশোর দেওয়ানকে নিয়ে হিমসিম খাচ্ছিল তার পরিবার। দেখতে পেয়ে এগিয়ে যান আমাদের প্রতিনিধি।

  নিউজ এইটিন বাংলার গাড়িতে তুলে নেওয়া হয় সাত বছরের শিশুকে। রাস্তায় গাছ উপড়ে পড়ায় আটকে পড়ে আমাদের গাড়ি। সেই গাছ সরিয়ে কিশোরকে দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে পৌঁছে দেন আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতার।

  সেই খবর সম্প্রচারের পর থেকে বারবার ফোন করেছেন বহু উৎকণ্ঠিত দর্শক। অনেকে জানতে চেয়েছেন সোশ্যাল মিডিয়ায়। একটাই প্রশ্ন, কেমন আছে ছোট্ট কিশোর? প্রতিনিয়ত কিশোরের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি আমরা। সবার মুখে হাসি ফুটিয়ে সোমবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পায় কিশোর। ফিরে যায় ফ্রেজারগঞ্জে কয়লাঘাটার বাড়িতে। তখনও সঙ্গী আমরা।

  নিউজ এইটিন বাংলাকে ধন্যবাদ জানালেন প্রতিবেশীরাও। এখনও আতঙ্ক কাটেনি কিশোরের। আমাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে কিশোর। সাত বছরের ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে খুশি আমরাও।

  First published: