Dakshin Dinajpur News: সীমান্তের এই গ্রামে শুধুই 'অনুন্নয়ন'-এর ছবি! নেই পানীয় জলটুকুও! অভি‌যোগের পাহাড় গ্রামবাসীদের

Last Updated:

Dakshin Dinajpur News: গ্রামগুলির বাসিন্দাদের সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসের কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে অন্যতম সীমান্ত সুরক্ষা বাহিনীর নানা বিধিনিষেধ মেনে চলতে হয় তাঁদের।

+
সীমান্তবর্তী

সীমান্তবর্তী এলাকার গ্রাম

দক্ষিণ দিনাজপুর: তিন দিক সীমান্ত বেষ্টিত দক্ষিণ দিনাজপুরে ২৬২ কিলোমিটার আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। যার মধ্যে এখনও প্রায় ৫০ কিলোমিটার সীমানা কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হয়নি। জেলার সীমান্ত এলাকার বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জলের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবত। আজও সীমান্তবর্তী এলাকার বহু গ্রামে গেলেই অনুন্নয়নের চিহ্ন লক্ষ্য করা যায়। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ৬৪টি গ্রাম পঞ্চায়েতের আওতায় ২৩১৭ গ্রাম আছে।
শুধুমাত্র বংশীহারী এবং হরিরামপুর ব্লক বাদ দিয়ে বাকি ছ’টি ব্লক গঙ্গারামপুর, কুশমন্ডি, কুমারগঞ্জ, হিলি, বালুরঘাট এবং তপন ব্লকের সীমানা বাংলাদেশের সঙ্গে যুক্ত। এই গ্রামগুলির বাসিন্দাদের সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসের কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে অন্যতম সীমান্ত সুরক্ষা বাহিনীর নানা বিধিনিষেধ মেনে চলতে হয় তাঁদের। কিন্তু তার থেকেও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সীমান্ত এলাকার গ্রামগুলির অনুন্নয়নের ছবি।
advertisement
জেলা পরিষদের সহ-সভাপতি অম্বরিশ সরকার বলেন, “সীমান্ত উন্নয়ন ফান্ড কেন্দ্র সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়ার ফলে সমস্যার সৃষ্টি হয়েছে। নতুন ভাবে ফান্ড না আসলে সীমান্ত এলাকায় কাজ করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে।”
advertisement
দক্ষিণ দিনাজপুরের একমাত্র কুমারগঞ্জ এবং গঙ্গারামপুর এর কিছুটা অঞ্চলে সীমান্ত এলাকায় রাস্তাঘাট একটু উন্নত হলেও বাকি সমস্ত অঞ্চলেরই ছবি এক। কোথাও ১২ থেকে ২০ বছর আগে রাস্তা তৈরি হয়েছিল তা আর মেরামত হয়নি। আবার কোথাও বছর তিনেক আগে মেরামত করা হলেও তা ভেঙে শেষ হয়ে গিয়েছে। খাতায়-কলমে ব্যবস্থা হলেও আজও পানীয় জলের জন্য হাহাকার সীমান্ত এলাকার গ্রামগুলিতে। নল বাহিত জলের ব্যবস্থা হলেও সে জল খাবার উপযুক্ত নয় এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। গ্রামে এমন অনেক অঞ্চল রয়েছে যেখানে এখনও রাস্তা তৈরি হয়নি। যার ফলে মাটির রাস্তাতেই যাতায়াত করতে হয় তাদের। সব মিলিয়ে বিগত ১০ বছর ধরে সীমান্ত সংলগ্ন গ্রামীণ এলাকার উন্নয়নের কোনও কাজই হয়নি বলে গ্রামবাসীদের দাবি।
advertisement
সুস্মিতা গোস্বামী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dakshin Dinajpur News: সীমান্তের এই গ্রামে শুধুই 'অনুন্নয়ন'-এর ছবি! নেই পানীয় জলটুকুও! অভি‌যোগের পাহাড় গ্রামবাসীদের
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement