Book Fair: বসন্তে বইমেলার আসর, কোথায়?
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
বসন্ত মানেই উৎসবের মরশুম। আর এই বসন্তে বাড়তি পাওনা হল বইমেলা। তবে অন্যান্য মেলার সঙ্গে বইমেলার আঙ্গিক ও মেজাজ অনেকটাই আলাদা
পূর্ব মেদিনীপুর: তমলুক শহরে বসেছে বইমেলার আসর। তাম্রলিপ্ত বইমেলা কমিটির উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে। বর্তমান সময়ে ডিজিটালের উপর অধিকাংশ মানুষ নির্ভরশীল। তবুও ‘বই মানুষের পরম বন্ধু’ এই বার্তা তুলে ধরতেই বইমেলার আয়োজন।
৫ মার্চ মঙ্গলবার সন্ধেয় বইমেলার উদ্বোধন হয়। বসন্ত মানেই উৎসবের মরশুম। আর এই বসন্তে বাড়তি পাওনা হল বইমেলা। তবে অন্যান্য মেলার সঙ্গে বইমেলার আঙ্গিক ও মেজাজ অনেকটাই আলাদা। জেলায় জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে বইমেলা, লিটিল ম্যাগাজিন মেলার আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের প্রাণকেন্দ্র রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে তাম্রলিপ্ত বই মেলা কমিটির উদ্যোগে এই বইমেলার আসর বসেছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মঙ্গলবার বইমেলার উদ্বোধন হয়। উদ্বোধন করেন বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা সাহিত্যিক অমর মিত্র। এবারে বই মেলার থিম ‘বইমেলাতে চল যাই, বইয়ের মত বন্ধু নাই’। প্রতিদিন দুপুর ১ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত মেলা খোলা থাকবে। বইমেলায় প্রায় ৭০ টির বেশিবইয়ের স্টল রয়েছে। কলকাতা, বাংলাদেশ মিলিয়ে বড় প্রকাশনার স্টল রয়েছে মেলায়। এর পাশাপাশি লিটিল ম্যাগাজিন কর্নার রাখা হয়েছে। তাম্রলিপ্ত বইমেলা কমিটির উদ্যোগে এই বইমেলা এবছর পাঁচ বছরে পদার্পণ করল।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2024 9:06 PM IST