১৪ কাউন্সিলর তৃণমূলের পক্ষে, বনগাঁ পুরসভার আস্থাভোটে অশান্তি রুখতে র্যাফ-জল কামান
Last Updated:
বারাসতের জেলাশাসকের দফতরে হবে আস্থাভোট৷ অশান্তির আশঙ্কা করছে প্রশাসন৷ তাই পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়৷
#বনগাঁ: আজ বনগাঁ পুরসভায় আস্থা ভোট হচ্ছে ৷ ২২ আসনের পুরসভায় এগিয়ে তৃণমূল কংগ্রেস৷ ১৩ জন কাউন্সিলর রয়েছেন তৃণমূলের৷ তৃণমূলকে সমর্থন জানিয়েছেন এক কংগ্রেস কাউন্সিলরও৷ আস্থা ভোটে নেই একজন সিপিআইএম কাউন্সির৷
বারাসতের জেলাশাসকের দফতরে হবে আস্থাভোট৷ অশান্তির আশঙ্কা করছে প্রশাসন৷ তাই পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়৷ তৈরি রয়েছে জল কামানও৷ বনগাঁ জুড়ে লাগানো হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট৷
বনগাঁর পুরপ্রধানের বিরুদ্ধে নতুন করে অনাস্থা আনার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত ১৬ জুলাই মাসে বনগাঁয়ায় আস্থাভোট ঘিরে ব্যাপক অশান্তি হয়৷ তৃণমূল ও বিজেপি, দুই দলই বোর্ড গঠনের দাবি জানিয়েছিল। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ১২ দিনের মধ্যে বনগাঁ পুরসভায় নতুন করে অনাস্থা আনতে হবে। জেলাশাসকের পর্যবেক্ষণে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
advertisement
advertisement
কয়েক দিন আগেই বিজেপি-তে যোগ দেওয়া ৪ তৃণমূল কাউন্সির ফিরে আসেন তৃণমূলে৷ ফলে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ বলে দাবি করেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷
আরও ভিডিও: বনগাঁ পুরসভা দখল ঘিরে ধুন্ধুমার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2019 11:09 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১৪ কাউন্সিলর তৃণমূলের পক্ষে, বনগাঁ পুরসভার আস্থাভোটে অশান্তি রুখতে র্যাফ-জল কামান