Crime News: আগ্নেয়াস্ত্র-সহ ডোমকলে গ্রেফতার যুবক, জেলার একাধিক জায়গায় বোমা উদ্ধার, ছড়িয়েছে আতঙ্ক
- Published by:Teesta Barman
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
Crime News: রবিবার রাতে বড়ঞায় সুন্দরপুর এলাকায় তল্লাশি চালিয়ে আটটি তাজা সকেট বোমা উদ্ধার করল পুলিশ। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে।
মুর্শিদাবাদ: আগ্নেয়াস্ত্র-সহ ডোমকলে গ্রেফতার যুবক। গোপনসূত্রে খবর পেয়ে রবিবার রাতে ডোমকল খানার মুরালিপুর মাঠ সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় ডোমকল থানার আই সি পার্থসারথি মজুমদারের টিম। ওই এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম এম পিস্তল, দু’টি ম্যাগাজিন-সহ দু’রাউন্ড গুলি।
এরপর ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত হাসান সেখ ডোমকল থানার শিবনগর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবক মুরালিপুর এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। পুলিশ সূত্র মারফত খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে হাসানকে পাকড়াও করে। ধৃত যুবককে সোমবার পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালত তোলা হয়। কী কারণে ওই যুবক আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: বিয়ের মণ্ডপে কাঞ্চনের সঙ্গে এ কী করলেন শ্রীময়ী! কনের কাণ্ডে জিভ কাটলেন বর, ভাইরাল ভিডিও দেখুন
advertisement
অন্যদিকে রবিবার রাতে বড়ঞায় সুন্দরপুর এলাকায় তল্লাশি চালিয়ে আটটি তাজা সকেট বোমা উদ্ধার করল পুলিশ। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। খবর দেওয়া হয় বোম স্কোয়াড কর্মীদের। জনবহুল এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কে বা কারা বোমা ফেলে রেখে গিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।
advertisement
এলাকাবাসী সেখ রানা বলেন, ”বোমা উদ্ধারে আমরা খুব আতঙ্কে আছি। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমরা চাই পুলিশ গোটা ঘটনার তদন্ত করুক।” যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান সাহিনা বিবি বলেন, ”কংগ্রেস ও সিপিআইএমের কর্মীরা এলাকায় সন্ত্রাস তৈরি করতে বোমা মজুত করেছে। পুলিশ ঘটনার নিরপেক্ষ তদন্ত করুক।”
সোমবার সকালে রানিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রানিনগরের কোমলনগর গ্রামে অভিযান চালিয়ে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে। ঘটনাস্থল ঘিরে রেখে খবর দেওয়া হয় বোম স্কোয়াড কর্মীদের। কে বা কারা ব্যাগ ভর্তি বোমা ফেলে রেখে গিয়েছে তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ। এলাকাবাসী ইন্দু সরকার বলেন, ”আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। বাগানে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলো করে। যে কোনও সময় বড় ধরনের কোনও বিপদ ঘটে যেতে পারত।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 9:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: আগ্নেয়াস্ত্র-সহ ডোমকলে গ্রেফতার যুবক, জেলার একাধিক জায়গায় বোমা উদ্ধার, ছড়িয়েছে আতঙ্ক