#বারাসত: হৃদয়পুরে রেললাইনে বোমা। প্রায় ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। অভিযোগ, আতঙ্ক ছড়াতেই রেললাইনে বোমা রাখে ধর্মঘটীরা। সকাল ৭:১৫ নাগাদ ডাউন লাইনে বোমা দেখতে পান যাত্রীরা। সেই সময় আপ ও ডাউন লাইনে ট্রেন চলে আসে। বোমা দেখতে পাওয়ার পর ট্রেন থামিয়ে দেওয়া হয়। আরপিএফ ও জিআরপি এসে বোমা নিষ্ক্রিয় করে। তারপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কেন বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হল না? আরপিএফ ও জিআরপি-র বোমা সরানো নিয়ে প্রশ্ন উঠছে।
বারাসতের হেলাবটতলা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে দু'টি কৌটো বোমা উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ, ধর্মঘটীরাই বোমা রেখে যায়। সকাল ছ'টা নাগাদ বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে বোমা নিষ্ক্রিয় করে।
CAA, NRC, NPR প্রত্যাহার-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ১৭টি শ্রমিক সংগঠন ৷
তবে ধর্মঘটের বিরোধিতায় রাজ্য সরকার। ইস্যুকে নৈতিক সমর্থন জানিয়েও ধর্মঘট বিরোধিতা। সরকারি কর্মীদের ছুটি বাতিল নবান্নের। কাজে যোগ না দিলে বেতন নয়।জনজীবন স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের। বুধবার পথে নামবে অতিরিক্ত ৫০০ সরকারি বাস। ট্যাক্সি-অটো-অ্যাপ ক্যাবও চালাতে বলেছে রাজ্য সরকার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bharat Bandh, Bombs Recovered, Hridaypur