হৃদয়পুরে বোমা উদ্ধার, অভিযোগ আতঙ্ক ছড়াতেই রেললাইনে বোমা রাখে ধর্মঘটীরা

Last Updated:

বারাসতের হেলাবটতলা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে দু'টি কৌটো বোমা উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ, ধর্মঘটীরাই বোমা রেখে যায়।

#বারাসত: হৃদয়পুরে রেললাইনে বোমা। প্রায় ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। অভিযোগ, আতঙ্ক ছড়াতেই রেললাইনে বোমা রাখে ধর্মঘটীরা। সকাল ৭:১৫ নাগাদ ডাউন লাইনে বোমা দেখতে পান যাত্রীরা। সেই সময় আপ ও ডাউন লাইনে ট্রেন চলে আসে। বোমা দেখতে পাওয়ার পর ট্রেন থামিয়ে দেওয়া হয়। আরপিএফ ও জিআরপি এসে বোমা নিষ্ক্রিয় করে। তারপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কেন বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হল না? আরপিএফ ও জিআরপি-র বোমা সরানো নিয়ে প্রশ্ন উঠছে।
বারাসতের হেলাবটতলা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে দু'টি কৌটো বোমা উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ, ধর্মঘটীরাই বোমা রেখে যায়। সকাল ছ'টা নাগাদ বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে বোমা নিষ্ক্রিয় করে।
CAA, NRC, NPR প্রত্যাহার-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ১৭টি শ্রমিক সংগঠন ৷
advertisement
তবে ধর্মঘটের বিরোধিতায় রাজ্য সরকার। ইস্যুকে নৈতিক সমর্থন জানিয়েও ধর্মঘট বিরোধিতা। সরকারি কর্মীদের ছুটি বাতিল নবান্নের। কাজে যোগ না দিলে বেতন নয়।জনজীবন স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের। বুধবার পথে নামবে অতিরিক্ত ৫০০ সরকারি বাস। ট্যাক্সি-অটো-অ্যাপ ক্যাবও চালাতে বলেছে রাজ্য সরকার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হৃদয়পুরে বোমা উদ্ধার, অভিযোগ আতঙ্ক ছড়াতেই রেললাইনে বোমা রাখে ধর্মঘটীরা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement