কাঁকিনাড়ায় দুষ্কৃতীদের বোমায় নিহত ট্রেনযাত্রী, গ্রেফতার ১
Last Updated:
ছিনতাইয়ে বাধা দিয়ে কাঁকিনাড়া স্টেশনে খুন যুবক। দুষ্কৃতীদের ছোড়া বোমায় নিহত নদিয়ার বিশ্বজিৎ বিশ্বাস। আহত আরও একজন।
#নৈহাটি: ফের খবরের শিরোনামে কাঁকিনাড়া। এবারের ঘটনাস্থল কাঁকিনাড়া রেল স্টেশন। কাঁকিনাড়ায় দুষ্কৃতীদের বোমায় নিহত ট্রেনযাত্রী। ঘটনায় গ্রেফতার ১। ধৃতের নামে শাহনওয়াজ আহমেদ। বোমাবাজিতে আহত হয় শাহনওয়াজও, তাঁকে বাড়ি থেকে গ্রেফতার পুলিশ। জখম দুষ্কৃতী ভরতি এনআরএসে। বোমাবাজিতে অভিযুক্ত আরও ২ দুষ্কৃতী পলাতক, চলছে তল্লাশি।
শুক্রবার ডাউন মজফ্ফরপুর এক্সপ্রেসে ফিরছিলেন বিশ্বজিৎ বিশ্বাস ও তাঁর এক সহকর্মী। রাত ২:১৫ নাগাদ, নৈহাটির বদলে ভুল করে কাঁকিনাড়া স্টেশনে নেমে পড়েন তাঁরা। প্ল্যাটফর্মেই তাঁদের ঘিরে ধরে তিন দুষ্কৃতী। তাঁদের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। ধস্তাধস্তির জেরে কিছুটা দূরে ছিটকে পড়েন বিশ্বজিৎ। তখনই দূর থেকে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বজিতের।
advertisement
নিহত বিশ্বজিৎ নদিয়ার ভীমপুর নতুন পল্লির বাসিন্দা। কর্মসূত্রে বিহারের মজফফরপুরে থাকতেন। দাদার মৃত্যুর খবর পেয়ে শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন। কিন্তু আর ফেরা হল না বিশ্বজিতের।
advertisement
সাম্প্রতিক অতীতে বার বার উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া-কাঁকানাড়া-জগদ্দলের মতো এলাকা। হয়ে উঠেছে সমাজবিরোধীদের স্বর্গরাজ্য। মাসখানেক আগে এই কাঁকিনাড়ায় রেললাইনের ধার থেকে ৫০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। শুক্রবার গভীর রাতের ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শনিবার সকালে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে আরপিএফ ও জিআরপি। তদন্তে নামানো হয় ডগ স্কোয়াডকেও।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2019 10:42 AM IST