South 24 Parganas News: ইমেইলে বোমাতঙ্ক সোনারপুরের বেসরকারি স্কুলে! তড়িঘড়ি খালি করা হল হস্টেল এবং স্কুল
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Written by:Suman Saha
Last Updated:
Bomb threat in school: একটি ইমেলকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়াল সোনারপুর থানা এলাকার একটি বেসরকারি স্কুলে। শুক্রবার সকালে স্কুল চলাকালীন একটি মেল আসে স্কুলে।
দক্ষিণ ২৪ পরগনা: একটি ইমেলকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়াল সোনারপুর থানা এলাকার একটি বেসরকারি স্কুলে। শুক্রবার সকালে স্কুল চলাকালীন একটি মেল আসে স্কুলে। স্কুল সূত্রে খবর, স্কুলে বোমা আছে বলে লেখা ছিল মেলে। খবর দেওয়া হয় পুলিশকে।
প্রশাসনের নির্দেশে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্কুলের হস্টেল থেকেও পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। কোথা থেকে মেইল এল, তা খতিয়ে দেখছে পুলিশ। মেল পাওয়ায় পরেই স্কুল কর্তৃপক্ষের তরফে তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। স্কুলে ছাত্রীছাত্রীরা কোন আতঙ্ক না ছড়ায় সেই দিকেও লক্ষ্য রাখা হয়েছিল।
advertisement
advertisement
স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে স্কুল থেকে বেরিয়ে গেলে স্কুলে আসে পুলিশ। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, স্কুল চত্বর ফাঁকা করে দেওয়া হয়। যদিও এ ব্যাপারে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, গত বছর ঠিক এই ধরনের একটি মেইলকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। তবে এটা ভুয়ো মেইল কিনা তা পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফ থেকে স্কুলের প্রতিটি কোনায় কোনায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেই সঙ্গে, কোন আইডি ধরে এই মেল এসছে তাও কিন্তু তদন্ত করে চিহ্নিত করার চেষ্টা চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2024 3:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ইমেইলে বোমাতঙ্ক সোনারপুরের বেসরকারি স্কুলে! তড়িঘড়ি খালি করা হল হস্টেল এবং স্কুল