South 24 Parganas News: ইমেইলে বোমাতঙ্ক সোনারপুরের বেসরকারি স্কুলে! তড়িঘড়ি খালি করা হল হস্টেল এবং স্কুল

Last Updated:

Bomb threat in school: একটি ইমেলকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়াল সোনারপুর থানা এলাকার একটি বেসরকারি স্কুলে। শুক্রবার সকালে স্কুল চলাকালীন একটি মেল আসে স্কুলে।

প্রতিকি ছবি
প্রতিকি ছবি
দক্ষিণ ২৪ পরগনা: একটি ইমেলকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়াল সোনারপুর থানা এলাকার একটি বেসরকারি স্কুলে। শুক্রবার সকালে স্কুল চলাকালীন একটি মেল আসে স্কুলে। স্কুল সূত্রে খবর, স্কুলে বোমা আছে বলে লেখা ছিল মেলে। খবর দেওয়া হয় পুলিশকে।
প্রশাসনের নির্দেশে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্কুলের হস্টেল থেকেও পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। কোথা থেকে মেইল এল, তা খতিয়ে দেখছে পুলিশ। মেল পাওয়ায় পরেই স্কুল কর্তৃপক্ষের তরফে তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। স্কুলে ছাত্রীছাত্রীরা কোন আতঙ্ক না ছড়ায় সেই দিকেও লক্ষ্য রাখা হয়েছিল।
advertisement
advertisement
স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে স্কুল থেকে বেরিয়ে গেলে স্কুলে আসে পুলিশ। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, স্কুল চত্বর ফাঁকা করে দেওয়া হয়। যদিও এ ব্যাপারে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, গত বছর ঠিক এই ধরনের একটি মেইলকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। তবে এটা ভুয়ো মেইল কিনা তা পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফ থেকে স্কুলের প্রতিটি কোনায় কোনায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেই সঙ্গে, কোন আইডি ধরে এই মেল এসছে তাও কিন্তু তদন্ত করে চিহ্নিত করার চেষ্টা চলছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ইমেইলে বোমাতঙ্ক সোনারপুরের বেসরকারি স্কুলে! তড়িঘড়ি খালি করা হল হস্টেল এবং স্কুল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement