আমডাঙার উদ্ধার ৪০টি তাজা বোমা, ৫ কেজি মশলা

Last Updated:

৪০টি তাজা বোমা উদ্ধার হল আমডাঙার সন্তোষপুর থেকে ৷ এলাকার একটি পরিত্যক্ত কারখানায় রাখা ছিল বোমাগুলি ৷ বোমার সঙ্গে উদ্ধার ৫ কেজি বোমার মশলাও ৷ আজ ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই বোমা ও বোমার মশলা উদ্ধার করে আমডাঙা থানার পুলিশ ৷

#উত্তর ২৪ পরগণা: ৪০টি তাজা বোমা উদ্ধার হল আমডাঙার সন্তোষপুর থেকে ৷ এলাকার একটি পরিত্যক্ত কারখানায় রাখা ছিল বোমাগুলি ৷ বোমার সঙ্গে উদ্ধার ৫ কেজি বোমার মশলাও ৷ আজ ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই বোমা ও বোমার মশলা উদ্ধার করে আমডাঙা থানার পুলিশ ৷
ভোট শুরুর পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই একাধিক জেলা থেকে সংঘর্ষের ঘটনা সামনে আসছে ৷ উত্তর থেকে দক্ষিণবঙ্গ পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিংসার আঁচ রাজ্যজুড়ে ৷ কোথাও বিরোধী সমর্থককে পুড়িয়ে মারার অভিযোগ ৷ কোথাও আবার বোমাবাজির খবর ৷ কোথাও বোমার আঘাতে জখম হওয়ার মতো ঘটনা ৷ গতকালই নিরাপদ, সুস্থ ভোটের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তা স্বত্ত্বেও ঠেকানো যাচ্ছে না একের পর এক হিংসার ঘটনা ৷
advertisement
কিছুদিন আগেই ভাঙরে আরাবুল ইসলামের বাড়ি তল্লাশি করতে গিয়ে বাড়ি লাগোয়া বাগান থেকে উদ্ধার হয়েছিল বস্তা বস্তা তাজা বোমা ৷ পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ্যে আসার পর থেকে একাধিক জায়গা থেকে বোমা মজুত রাখা এবং উদ্ধারের খবর এসেছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আমডাঙার উদ্ধার ৪০টি তাজা বোমা, ৫ কেজি মশলা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement