corona virus btn
corona virus btn
Loading

কাঁকিনাড়া রেলব্রিজে পরপর দু'টি বোমা বিস্ফোরণ, পরিস্থিতি আরও উত্তপ্ত

কাঁকিনাড়া রেলব্রিজে পরপর দু'টি বোমা বিস্ফোরণ, পরিস্থিতি আরও উত্তপ্ত
উত্তপ্ত কাঁকিনাড়া

দফায় দফায় সংঘর্ষ হচ্ছে তৃণমূল-বিজেপি৷ লাঠির ঘায়ে মাথা ফাটল ৩ বিজেপিকর্মীর৷ সংঘর্ষ উভয়পক্ষে জখম হয়েছেন ১০ জন৷

  • Share this:

#কাঁকিনাড়া: সোমবারও সকাল থেকে উত্তপ্ত জগদ্দল-কাঁকিনাড়া৷ রণক্ষেত্র বারাকপুর৷ কাঁকিনাড়া রেল ব্রিজে পরপর দুটি বিস্ফোরণ হল৷ দুটি বোমা ছোড়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে৷ ঘটনা স্থলে গিয়েছেন বারাকপুরের সিপি মনোজ ভার্মা৷ স্থানীয়দের সঙ্গে কথা বলছেন মনোজ ভার্মা৷

দফায় দফায় সংঘর্ষ হচ্ছে তৃণমূল-বিজেপি৷ লাঠির ঘায়ে মাথা ফাটল ৩ বিজেপিকর্মীর৷ সংঘর্ষ উভয়পক্ষে জখম হয়েছেন ১০ জন৷ সংঘর্ষ রুখতে গিয়ে আক্রান্ত পুলিশও৷ টিটাগড়ের আইসি শুভ্রজিত্‍ দাসের হাতে চোট লেগেছে৷ শ্যামনগর স্টেশন রোডেও সংঘর্ষ৷ রাস্তায় টায়ার জ্বেলে অবরোধ করছে বিজেপি৷ অবরোধ তুলতে গিয়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ বাঁধে৷

১০ বিজেপিকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷ কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিজেপি৷ লাঠিচার্জ করে অবরোধ তোলে পুলিশ৷

আরও ভিডিও: পার্টি অফিস দখলকে ঘিরে শ্যামনগরে সংঘর্ষ তৃণমূল-বিজেপির

First published: September 2, 2019, 12:56 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर