হোম /খবর /দক্ষিণবঙ্গ /
কাঁকিনাড়া রেলব্রিজে পরপর দু'টি বোমা বিস্ফোরণ, পরিস্থিতি আরও উত্তপ্ত

কাঁকিনাড়া রেলব্রিজে পরপর দু'টি বোমা বিস্ফোরণ, পরিস্থিতি আরও উত্তপ্ত

উত্তপ্ত কাঁকিনাড়া

উত্তপ্ত কাঁকিনাড়া

দফায় দফায় সংঘর্ষ হচ্ছে তৃণমূল-বিজেপি৷ লাঠির ঘায়ে মাথা ফাটল ৩ বিজেপিকর্মীর৷ সংঘর্ষ উভয়পক্ষে জখম হয়েছেন ১০ জন৷

  • Last Updated :
  • Share this:

    #কাঁকিনাড়া: সোমবারও সকাল থেকে উত্তপ্ত জগদ্দল-কাঁকিনাড়া৷ রণক্ষেত্র বারাকপুর৷ কাঁকিনাড়া রেল ব্রিজে পরপর দুটি বিস্ফোরণ হল৷ দুটি বোমা ছোড়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে৷ ঘটনা স্থলে গিয়েছেন বারাকপুরের সিপি মনোজ ভার্মা৷ স্থানীয়দের সঙ্গে কথা বলছেন মনোজ ভার্মা৷

    দফায় দফায় সংঘর্ষ হচ্ছে তৃণমূল-বিজেপি৷ লাঠির ঘায়ে মাথা ফাটল ৩ বিজেপিকর্মীর৷ সংঘর্ষ উভয়পক্ষে জখম হয়েছেন ১০ জন৷ সংঘর্ষ রুখতে গিয়ে আক্রান্ত পুলিশও৷ টিটাগড়ের আইসি শুভ্রজিত্‍ দাসের হাতে চোট লেগেছে৷ শ্যামনগর স্টেশন রোডেও সংঘর্ষ৷ রাস্তায় টায়ার জ্বেলে অবরোধ করছে বিজেপি৷ অবরোধ তুলতে গিয়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ বাঁধে৷

    ১০ বিজেপিকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷ কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিজেপি৷ লাঠিচার্জ করে অবরোধ তোলে পুলিশ৷

    আরও ভিডিও: পার্টি অফিস দখলকে ঘিরে শ্যামনগরে সংঘর্ষ তৃণমূল-বিজেপির

    First published:

    Tags: Arjun singh, Barrackpore, Kakinara