Crime News: কংগ্রেস কর্মীর বাড়িতে মজুত থাকা বোমা বিস্ফোরণ! উড়ে গেল বাড়ির পাঁচিল, চলছে তদন্ত
- Published by:Teesta Barman
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
Crime News: সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য রেজিনগরে। গোপনসূত্রে খবর পেয়ে রবিবার রেজিনগর থানার পুলিশ ঝিকরা বাসন্তীতলা এলাকার একটি বাগানে তল্লাশি চালায়।
সামশেরগঞ্জ: বিস্ফোরণে উড়ে গেল বাড়ির প্রাচীর। রবিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর মাঠপাড়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে বাড়িটি ঘিরে রাখে। অভিযোগ উঠেছে, কংগ্রেস কর্মীর বাড়িতে মজুত থাকা বোমা বিস্ফোরণ ঘটেছে। যদিও ঘটনায় কেউ আহত হননি। তবে ঘটনার পর থেকেই পলাতক ওই কংগ্রেস কর্মী জাহাঙ্গির সেখ। বাড়ির এক সদস্যকে আটক করেছে পুলিশ। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। আর পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস কর্মীর বাড়ি বোমা বিস্ফোরণে রীতিমতো শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।
কংগ্রেস কর্মী জাহাঙ্গির সেখের স্ত্রী রেজিনা বিবি বলেন, ‘‘আমার ভাই কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছে। আমরা ভাইয়ের সমর্থনে ভোটের প্রচার করছি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে চক্রান্ত করেই আমাদের বাড়িতে বোমা মজুত করে রাখা হয়েছিল। আমারা ভোটের প্রচারে বেরিয়েছিলাম, বাড়িতে কেউ ছিল না সেই সময় বোমা বিস্ফোরণ হয়।’’
আরও পড়ুন: নির্বাচন বিধি ভঙ্গ করে চাল ত্রিপল দেওয়ার অভিযোগে হাতেনাতে ধরল গ্রামবাসীরা, গ্রেফতার কংগ্রেস কর্মী
advertisement
advertisement
অন্যদিকে আবারও সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য রেজিনগরে। গোপনসূত্রে খবর পেয়ে রবিবার রেজিনগর থানার পুলিশ ঝিকরা বাসন্তীতলা এলাকার একটি বাগানে তল্লাশি চালায়। সেখান থেকে জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। খবর দেওয়া হলে বোম স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। কে বা কারা এই বাগানের মধ্যে বোমা ফেলে রেখে গিয়েছিল, তার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: রাতের অন্ধকারে নির্দল প্রার্থীর হয়ে প্রচার! কর্মীদের হাতে পাকড়াও তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী
ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এলাকাবাসী অশোক মণ্ডল বলেন, ‘‘আমরা খুব আতঙ্কে আছি। বাগানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলো করে। যে কোনও সময়ে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারত। আমরা পুলিশি নিরাপত্তা চাই।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2023 8:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: কংগ্রেস কর্মীর বাড়িতে মজুত থাকা বোমা বিস্ফোরণ! উড়ে গেল বাড়ির পাঁচিল, চলছে তদন্ত