পুরোনো গন্ডগোলের জের! বেকারি ব্যবসায়ীর দোকানে হামলা, বোমাবাজি... আতঙ্কের রেশ
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Debashish Chakraborty
Last Updated:
অভিযোগের তীর এলাকার বাসিন্দা শেখ সাফিউল্লা ওরফে বলাই ও তার দুই ছেলে প্রায় ৪০-৫০ জন বহিরাগত এনে হামলা চালায়। গোটা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমার চিহ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ ও RAF। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। অভিযুক্তদের খোঁজে গ্রামের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশই তল্লাশি।
হাওড়া: ব্যবসায়িক পুরোনো গন্ডগোলের জের, বেকারি ব্যবসায়ীর দোকানে হামলা। প্রায় ২০-২৫টি বোমা মারার অভিযোগ ওঠে। আহত হন ৪-৫ জন। অভিযোগের তীর এলাকারই এক ব্যক্তি ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, বহিরাগত দুষ্কৃতী এনে হামলা করা হয় এক ব্যবসায়ীর দোকানে। পাঁচলা বিধানসভা এলাকার পোলগুস্তিয়া গ্রামে ঘটনা। দোকানে জিনিস কিনতে আসার অছিলায় হামলার অভিযোগ ব্যবসায়ী আক্তার আলি মল্লিকের। অভিযোগের তীর এলাকার বাসিন্দা শেখ সাফিউল্লা ওরফে বলাই ও তার দুই ছেলে প্রায় ৪০-৫০ জন বহিরাগত এনে হামলা চালায়। গোটা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমার চিহ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ ও RAF। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। অভিযুক্তদের খোঁজে গ্রামের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশই তল্লাশি।
advertisement
advertisement
গতকালই মুর্শিদাবাদে উদ্ধার হয় বোমা। এবার ঘটনাস্থল ডোমকল। ৩ জার ভর্তি সকেট বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার কুপিলা বিশ্বাসপাড়া মাঠে অভিযান চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করে পুলিশ। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার কুপিলা বিশ্বাসপাড়া মাঠে অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। রাতের অন্ধকারের সেই অভিযানে মাটির তলা থেকে ৩ জার ভর্তি সকেট বোমা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই তিনটি জারে প্রায় ৭০টি সকেট বোমা রয়েছে।
advertisement
এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল পাহারা দিয়ে রয়েছে পুলিশ। ইতিমধ্যেই উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডের কর্মীদের খবর দেওয়া হয়েছে। কে বা কারা কী কারণে এত পরিমাণে বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 01, 2025 11:28 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরোনো গন্ডগোলের জের! বেকারি ব্যবসায়ীর দোকানে হামলা, বোমাবাজি... আতঙ্কের রেশ

