Crime: বোলপুরে নবম শ্রেণির ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ সিনিয়র পড়ুয়াদের বিরুদ্ধে, আতঙ্কে পরিবার

Last Updated:

ছাত্রী বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

News18
News18
বোলপুর: বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগ উঠল ওই বিদ্যালয়েরই একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বিরুদ্ধে।
অভিযোগ,  নবম শ্রেণির ছাত্রীকে বেধড়ক মারধর করে সিনিয়র পড়ুয়ারা। ছাত্রী যখন বিদ্যালয়ের টয়লেট ব্যবহার করার জন্য যাচ্ছিল, ঠিক তখনই ওই বিদ্যালয়েরই উঁচু ক্লাসের ছাত্রীরা পিছন থেকে চোখ বেঁধে বেধড়ক মারধর করে। ছাত্রী বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী দিনে বিদ্যালয়ে পাঠানো হবে কিনা তা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি পরিবার। এখনও পর্যন্ত। অন্যদিকে অন্যান্য অভিভাবকরাও কার্যত এই ঘটনার পর আতঙ্কিত রয়েছে।  যদিও এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। নবম শ্রেণির ওই ছাত্রী কার্যত আতঙ্কের মধ্যে রয়েছে।
advertisement
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল দেশ। প্রশ্ন উঠেছিল হস্টেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। অনেকেরই দাবি ছিল, হস্টেলের ভিতরে সিনিয়রদের দাদাগিরি, মাত্রাতিরিক্ত র‍্যাগিংয়ের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime: বোলপুরে নবম শ্রেণির ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ সিনিয়র পড়ুয়াদের বিরুদ্ধে, আতঙ্কে পরিবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement