Bogtui: ফের উত্তপ্ত বগটুই, সিবিআই হেফাজতে মৃত লালন শেখের বাড়ির চত্বরে বোমা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সিবিআই হেফাজতে মৃত লালন শেখের বাড়ির চত্বরে মাটির নীচে পুঁতে রাখা ছিল বোমা! খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড-এ। মাটিতে পোঁতা বোমা উদ্ধার করে বম্ব স্কোয়াড।
বগটুই: ফের বোমা উদ্ধার বগটুইয়ে। রামপুরহাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিবিআই হেফাজতে মৃত লালন শেখের বাড়ির চত্বরে মাটির নীচে পুঁতে রাখা ছিল বোমা! খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড-এ। মাটিতে পোঁতা বোমা উদ্ধার করে বম্ব স্কোয়াড।
মঙ্গলবার সকালে বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামের পশ্চিমপাড়ায় লালনের বাড়ি সামনের বাগান থেকে বেশ কিছু বোমা উদ্ধার হয়। বোমাগুলি মাটিতে গর্ত করে একটি প্লাষ্টিকের জারে রাখা ছিল। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে লালনের বাড়ি লাগোয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় উদ্ধার হয় বোমাগুলি। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।
advertisement
২০২২ সালের ২১ মার্চের ঘটনা। বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা ভাদু শেখ চায়ের দোকানের সামনে স্কুটিতে বসেছিলেন। বাইক থেকে নেমেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পর পর বোমা ছোড়ে। বিস্ফোরণের জেরে মৃত্যু হয় তাঁর। তৃণমূল নেতাকে খুন করেই বাইকে চড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
advertisement
গত ২১ মার্চ রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খুন হয়েছিলেন ভাদু। সেই দিনই বগটুই গ্রামে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ১০ জনের। ওই ঘটনার মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ। দীর্ঘ দিন পলাতক ছিলেন তিনি। পরে ঝাড়খণ্ড থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই হেফাজতে থাকাকালীন গত বছর ১২ ডিসেম্বর তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বগটুইকাণ্ডের পর লালনের বাড়ি সিল করে দিয়েছিল সিবিআই। পরে আদালতের নির্দেশে সেই বাড়ি খুলে দেওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2023 1:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bogtui: ফের উত্তপ্ত বগটুই, সিবিআই হেফাজতে মৃত লালন শেখের বাড়ির চত্বরে বোমা