Mystery death: সল্টলেকে বাগজোলা খালের জলে ভেসে এল পচাগলা দেহ! এলাকায় চাঞ্চল্য
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Deadbody recovered: সল্টলেকে বাগজোলা খালের জলে ভেসে এল দেহ! শুক্রবার বাগজোলা খাল থেকে পচাগলা একটি দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় মানুষেরা।
সল্টলেক: সল্টলেকে বাগজোলা খালের জলে ভেসে এল দেহ! শুক্রবার বাগজোলা খাল থেকে পচাগলা একটি দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় মানুষেরা। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়েই সেখানে হাজির হয় বিধান নগর উত্তর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে সল্টলেকে এ ব্লক সংলগ্ন বাগজোলা খাল থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দেহটি উদ্ধারের সময় ব্যক্তির হাত-পা বাঁধা ছিল বলেও জানান অনেকে। আরও জানা গিয়েছে, যে খালের জলে নোংরা আবর্জনায় আটকে ছিল মৃতদেহটি।
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দেহটি কয়েক দিন আগের। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। কোথা থেকে এই দেহটি এল এবং কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসলেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। খাল থেকে দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2024 7:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mystery death: সল্টলেকে বাগজোলা খালের জলে ভেসে এল পচাগলা দেহ! এলাকায় চাঞ্চল্য