Blood Bank: সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ফ্রিজ খারাপ, রক্তের জন্য হাহাকার

Last Updated:

Blood Bank: দেড় মাস ধরে দু'টি ফ্রিজ‌ই খারাপ হয়ে পড়ে থাকায় এখন কাজ করতে ব্যাপক সমস্যা হচ্ছে। একটি ফ্রিজে বড়জোর ২৫০-৩০০ প্যাকেট রক্ত রাখা যেতে পারে

কই বারইপুর মহকুমা হাসপাতাল
কই বারইপুর মহকুমা হাসপাতাল
দক্ষিণ ২৪ পরগনা:  প্রায় মাস দেড়েক ধরে বারুইপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের দু’টি ফ্রিজ অচল। ফলে বেশি পরিমাণে রক্ত জমা করা যাচ্ছে না। রোগীদের চাহিদা থাকলেও তা পূরণ করা সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, সেখানে নেই রক্তের বিভিন্ন উপাদান পৃথক করার বন্দোবস্ত। ফলে সমস্যায় পড়তে হচ্ছে দায়িত্বরত চিকিৎসকদের। কবে এই সমস্যার সমাধান হবে তা কারোর জানা নেই।
আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার পর জেলায় বৃষ্টি, অবশেষে ধান চাষ শুরু কৃষকদের
ব্লাড ব্যাঙ্কের এই সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। এই প্রসঙ্গে বারুইপুর মহকুমা হাসপাতালের সুপার ধীরাজ রায় বলেন, পুরো বিষয়টিই স্বাস্থ্য দফতরে জানানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বারুইপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক চালু হয় ২০১৫ সালে। এখানে রক্ত সংগ্রহ করে রাখার জন্য তিনটি ফ্রিজ ছিল। কোন‌ওমতে একটি ফ্রিজে কাজ চলছে। কিন্তু দেড় মাস ধরে দু’টি ফ্রিজ‌ই খারাপ হয়ে পড়ে থাকায় এখন কাজ করতে ব্যাপক সমস্যা হচ্ছে। একটি ফ্রিজে বড়জোর ২৫০-৩০০ প্যাকেট রক্ত রাখা যেতে পারে। মহকুমা হাসপাতালের উপর নির্ভরশীল বারুইপুর থেকে শুরু করে সুন্দরবনের কুলতলি, জয়নগর, এমনকি বিষ্ণুপুর, মগরাহাটের বাসিন্দারাও।
advertisement
এই বিষয়ে এক চিকিৎসক বলেন, রোজ কোনও না কোনও জায়গায় রক্তদান শিবির হচ্ছে। কিন্তু সেই রক্ত বেশি পরিমাণে নিয়ে এসে ব্লাড ব্যাঙ্কে রাখা যাচ্ছে না ফ্রিজের অভাবে। রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করে নিয়ে এসে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠাতে হয়। কারণ, এখানে সেপারেটিং ইউনিট নেই। চিত্তরঞ্জন থেকে রক্ত-উপাদান সেপারেট করে আনতেই দীর্ঘ সময় কেটে যায়। ফলে জরুরি পরিষেবা ব্যাহত হওয়ায় রোগীদের ভীষণ সমস্যার মুখে পড়তে হচ্ছে।
advertisement
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Blood Bank: সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ফ্রিজ খারাপ, রক্তের জন্য হাহাকার
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement