কটক : ভয়াবহ বিস্ফোরণে মঙ্গলবার সকালে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরা। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। মুহূর্তের বিস্ফোরণে বিভীষিকা ছড়িয়ে পরে গোটা এলাকায়। ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে থাকতে দেখা যায় পথে, পুকুরে। যা দেখে আতঙ্কে কাঁপতে থাকে গোটা এলাকা। শোনা যায় বেআইনি বাজি কারখানাতেই ঘটে বিস্ফোরণ। প্রশ্ন ওঠে নিছকই বাজি, নাকি বোমা?
পুলিশ তদন্তে নামতেই খোঁজ পরে ঘটনায় মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের। জানা যায় তারই কারখানায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে বলে অভিযোগ। এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত ভানুর হদিস অবশেষে পুলিশ পেয়েছে ওড়িশাতে। এগরা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগকে সিআইডি গ্রেফতার করলেও গুরুতর জখম ভানুকে পাওয়া যায় কটকের একটি হাসপাতালে। কী ভাবে? পড়শি রাজ্যে গিয়ে পুলিশের নজরে আসে ভয়ঙ্কর দৃশ্য।
সূত্রের খবর, গত বুধবার রাতেই ওড়িশার কটক থেকে ভানু ও তার ছেলে পৃথ্বীজিৎ বাগ ও ভাইপো পড়শি রাজ্য ওড়িশার দিকে পালিয়ে যায় বলে সূত্রের খবর। এরপর শুরু হয় চিরুনি তল্লাশি। ভানুর খোঁজে গত বৃহস্পতিবার ওড়িশা যায় সিআইডি-র বিশেষ দল৷ অবশেষে আটচল্লিশ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় তাকে।
শুধু ভানুই নয়। গ্রেফতার করা হয়েছে তার ছেলে ও ভাইপোকেও। এগরার খাদিকুল বোমকাণ্ডে কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের ভাইপো ইন্দ্রজিৎ বাগকে ভোর রাতেই গ্রেফতার করে পুলিশ। এগরা থানার এ এস আই বিশ্বজিৎ মাইতি ও রামনগর থানার ওসি সৌরভ চিনার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উড়িষ্যা থেকে গ্রেফতার করে ইন্দ্রজিৎ বাগকেও।
কটকের কাছে স্থানীয় রুদ্র মেডিকেল সেন্টারে গিয়ে এদিন দেখা যায় পোশাকহীন ভানুর শরীর কলাপাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এক কোণে আশংকাজনক অবস্থায় হাসপাতালের বেডে কলাপাতা ঢেকে রাখা ভানুর অগ্নিদ্বগ্ধ শরীর। হাসপাতাল সূত্রে খবর মারাত্মক জখম ভানুর চিকিৎসা চলছে।
সূত্রের খবর, বর্তমানে গুরুতর আহত বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ৷ তাঁকে কটকের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ওড়িশা পুলিশের নজরদারিতেই সেখানে রয়েছেন ভানু৷ একটু সুস্থ হলেই ট্রানজিট রিমান্ডে ভানুকে এ রাজ্যে আনা হবে বলে সূত্রের খবর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Blast, Egra blast, Odisha