Locket Chatterjee News: চৈত্র সেলের বাজারে কেনাকাটা বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Hooghly News: এই দিন তারকা প্রার্থীকে রাস্তায় দেখে মানুষের ভিড় উপচে পড়ে ছবি সেলফি তোলার ও হাত মেলানোর জন্য।
হুগলি: পয়েলা বৈশাখের আগের দিন রাতে চৈত্র সেলে রাস্তার মানুষের ভিড়ে দাঁড়িয়ে কেনাকাটা করলেন হুগলি লোকসভার বিদায়ী সাংসদ এইবারের বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। চুঁচুড়ার ঘড়ির মোর বাজারে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে করলেন কেনা কাটা। জানলেন ছোটবেলার স্মৃতির কথাও। বললেন ছোটোবেলায় শ্যামবাজার হাতিবাগানে যেতেন প্রতিবছর।
চা খেতে খুবই ভালবাসেন নিজেই জানিয়েছেন হুগলির বিদায়ী সাংসদ। সারাদিন ব্যস্ত থাকছেন প্রচার জনসংযোগে। তাই চৈত্র সেলে উপচে পড়া ভিড় চুঁচুড়ায়। চুঁচুড়া ঘড়ির মোর থেকে নেতাজি সুভাষ রোড ধরে রাস্তার দুপাশে দোকান গুলোতে শেষ বেলার কেনাকাটায় ব্যাস্ত সাধারণ মানুষ। সেখানেই হুগলির বিজেপি প্রার্থীর রথ দেখা কলা বেচা হল। জনসংযোগ করলেন সেলে কেনাকাটাও করলেন।
advertisement
আরও পড়ুনBrihaspati Gochar: মাস শেষ হলেই মুখে হাসি, বৃহস্পতির অসীম আশীর্বাদে ৩ রাশির জীবন থেকে কাটবে দুঃখের সময়, টাকার পাহাড়ে চড়বেন
লকেট বলেন, দক্ষিণেশ্বরে বাড়ি, সেখান থেকে ছোটবেলায় শ্যামবাজার- হাতিবাগানে সেলে কেনাকাটা করতে যেতেন। পরে তার মা কিনে এনে দিতেন জামা কাপড়। অভিনয় জগতে যাওয়ার পর তা আর হয়নি। এখন রাজনীতিতে আছেন সাংসদ হয়েছেন তাই ইচ্ছা থাকলেও সেলের বাজার করা হয়ে ওঠে না।
advertisement
advertisement
এই দিন তারকা প্রার্থীকে রাস্তায় দেখে মানুষের ভিড় উপচে পড়ে ছবি সেলফি তোলার ও হাত মেলানোর জন্য। মানুষের সাথে হাত মিলিয়ে জনসংযোগ করে প্রচারের ফাঁকে, চৈত্র সেলে কেনাকাটা করলেন বিদায়ী সংসদ তথা বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 14, 2024 10:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Locket Chatterjee News: চৈত্র সেলের বাজারে কেনাকাটা বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের









