#নদিয়া: ভোটের ফল বেরনোর পর রাজ্যের বিভিন্ন অংশে অব্যাহত অশান্তি । যুবক খুনের ঘটনায় চাঞ্চল্য রানাঘাট লোকসভা নদিয়ার চাকদহে। নিহতের নাম কর্মী সন্তু ঘোষ। শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে সন্তুকে দুষ্কৃতীরা খুন বলে দাবি পরিবারের। চাকদহ পুরসভার ১৯ নং ওয়ার্ডের ঘটনা।
বিজেপির দাবি, সন্তু তাদের দলের কর্মী। যদিও পরিবারের দাবি, সন্ত কোনও দল করত না। বিজেপির অভিযোগ, তৃণমূলই সন্তুকে খুন করেছে। যদিও এই ঘটনায় দলের কোনও যোগ নেই বলে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রতিবাদে আজ সকাল থেকে জেলাজুড়ে অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেয় বিজেপি। ঘটনার প্রতিবাদে চাকদহ ও শিমুরালিতে রেল অবরোধ। পরে চাকদহ ৩৪ নং জাতীয় সড়কেও অবরোধ করে বিজেপি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, BJP Worker, Elections 2019, Lok Sabha elections 2019, Murder, TMC