দিলীপ ঘোষের গ্রামে গ্রাম পঞ্চায়েত দখলে রাখল বিজেপি
Last Updated:
গ্রাম বাংলা এবং পঞ্চায়েত সমিতিতে চলছে ভোটগণনা ৷ বিপুল ভোটে বিরোধী দলগুলিকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে তৃণমূল ৷
#ঝাড়গ্রাম: গ্রাম বাংলা এবং পঞ্চায়েত সমিতিতে চলছে ভোটগণনা ৷ বিপুল ভোটে বিরোধী দলগুলিকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে তৃণমূল ৷ কিন্তু শাসক দলের এই বিপুল জয়ের মাঝেই রাজ্যে দ্বিতীয় দল হিসেবে উঠে আসল বিজেপি ৷ তৃণমূলকে টেক্কা দিয়ে বিপুল ভোটে জয় ছিনিয়ে নিল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ৷ গোপীবল্লভ পুর 2নম্বর ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত বিজেপি র দখলে ৷
রাজ্যের ২০টি জেলায় হয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ পাশাপাশি ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির অস্তিত্বই যেখানে মেলেনি ৷ সেখানে এবছর বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতও এসেছে বিজেপির দখলে ৷ এই সমস্ত জেলাগুলির মধ্যে তৃণমূলকে সবথেকে বেশি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল ঝাড়গ্রাম ৷ এই রাজ্যেরই গোপীবল্লভপুর ২নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামের দখল নিল বিজেপি ৷ দিলীপের গড়ে তৃণমূলকে টপকে জয় ছিনিয়ে নিল বিজেপি ৷
advertisement
প্রসঙ্গত, ঝাড়গ্রামে গ্রাম পঞ্চায়েতে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল-বিজেপির ৷ ২৮টি পঞ্চায়েত তৃণমূলের ৷ বিজেপির দখলে ১৮টি পঞ্চায়েত ৷ ৩৩৬ আসনে জয়ী তৃণমূল ৷ বিজেপি জয়ী ৩০০ আসনে ৷
advertisement
একইসঙ্গে বিজেপির এই জয়ের দিনে সিপিএম কিন্তু তাদের ছাপ এখনও ফেলতে পারেনি কোনও জেলাতে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2018 5:56 PM IST