পুড়ল দলের পতাকা, ভাঙচুর পার্টি অফিসে, বিজেপি প্রার্থী ঘোষণা করতেই ফের বিক্ষোভ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
আগেও রাজ্যের বহু জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি সমর্থকরা। কলকাতা থেকে জেলায় গড়িয়েছে সেই বিক্ষোভ।
#কলকাতা: বৃহস্পতিবার ১৪৮টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। আর এদিনও প্রার্থী তালিকা ঘোষণার পরই বিভিন্ন জায়গায় বিক্ষোভ ফেটে পড়েন গেরুয়া শিবিরের কর্মীরা। এমনিতেই তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যাওয়া নেতা-মন্ত্রীদের প্রত্যেককে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার টিকিট দিয়েছে বিজেপি। তা নিয়ে দলের অভ্যন্তরে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তা স্পষ্ট। আগেও রাজ্যের বহু জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি সমর্থকরা। কলকাতা থেকে জেলায় গড়িয়েছে সেই বিক্ষোভ।
বিজেপির হেস্টিংসের পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছিলেন কর্মীরা। ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল। এবারও ১৪৮ আসনে প্রার্থী ঘোষণার পর অসন্তুষ্ট বহু বিজেপি সমর্থক।
এর আগে হেস্টিংসের বিজেপির পার্টি অফিসে বিক্ষুব্ধ কর্মীরা চেয়ার ছোঁড়াছুড়ি করেছিলেন, পার্টি অফিসে ভাঙচুর করেছিলেন। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে হিমিশিম খেয়েছিল। প্রার্থী তালিকা ঘোষণার পর রাজ্যজুড়ে বিক্ষোভের জেরে বিজেপির রাজ্য নেতৃত্বকে দিল্লিতে তলব করেছিলেন অমিত শাহ। অবস্থা এতটাই গুরুতর হয়ে দাঁড়িয়েছিল। দিকে দিকে ছড়িয়ে পড়েছিল বিজেপি কর্মীদের বিক্ষোভ।
advertisement
advertisement
তৃণমূল থেকে আসা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সিঙ্গুরে প্রার্থী করায় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে। উত্তরপাড়ায় প্রবীর ঘোষাল প্রার্থী হওয়ার পর পোস্টার দেখা গিয়েছিল এলাকায়।এবার প্রার্থী তালিকা ঘোষণা হতেই দুর্গাপুরের পার্টি অফিসে ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। দীপ্তাংশু চৌধুরীকে প্রার্থী করায় ব্যাপক বিক্ষোভ দেখান কর্মীরা। জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপি প্রার্থী করায় ব্যাপক বিক্ষোভ দেখান পাণ্ডবেশ্বরের গেরুয়া সমর্থকরা। কিছুদিন আগেই তৃণমূল থেকে বিজেপিতে নাম লিখিয়েছেন জিতেন্দ্র। এদিন দলীয় পতাকা ছিঁড়ে ফেললেন বিজেপি কর্মীরা। এদিনও পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালান বহু বিজেপি কর্মী-সমর্থক। জলপাইগুড়িতে দলের কার্যালয়ে ভাঙচুর করে ব্যানার ও ফেস্টুনে আগুন লাগিয়ে দিলেন কর্মীরা। প্রার্থী সুজিত সিনহাকে অপছন্দ দলীয় কর্মীদের। তাঁরা আশা করেছিলেন, এবার দীপেন প্রামানিককে প্রার্থী করবে বিজেপি। তেমনটা না হওয়াতেই দীপেন প্রামাণিকের অনুগামীরা বিক্ষোভ দেখান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2021 7:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুড়ল দলের পতাকা, ভাঙচুর পার্টি অফিসে, বিজেপি প্রার্থী ঘোষণা করতেই ফের বিক্ষোভ