হোম /খবর /দক্ষিণবঙ্গ /
আজও উত্তপ্ত কাঁকিনাড়া, রেল অবরোধের জেরে ব্যহত শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল

আজও উত্তপ্ত কাঁকিনাড়া, রেল অবরোধের জেরে ব্যহত শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল

অবরোধের জেরে শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় রেল চলাচল ব্যাহত ৷ সপ্তাহের প্রথম দিনেই এমন ঘটনায় প্রবল সমস্যার মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের ৷

  • Last Updated :
  • Share this:

    #কাঁকিনাড়া: ভোট পরবর্তী সংঘর্ষে উত্তপ্ত কাঁকিনাড়া ৷ গতকাল দফায় দফায় বোমাবাজি, ইটবৃষ্টি ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া বিধানসভা এলাকা ৷ ভোট শেষ হওয়ার পরেই মেটেনি সেই সংঘর্ষ ৷ রাতভর বোমাবাজি হয় কাঁকিনাড়ায় ৷বিভিন্ন এলাকায় এখনও পড়ে বোমা ৷ সকাল থেকে একাধিক বোমা উদ্ধার করে পুলিশ ৷ গতকাল ভোট চলাকালীনই মদন মিত্রের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু হয় ৷ কাঁকিনাড়ার ৩৭, ৪২ ও ৪৩ নং বুথে বিজেপি বুথ জ্যাম করছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে যান ভাটপাড়ার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মনদন মিত্র । তাঁর অভিযোগ, সেখানে তৃণমূল এজেন্ট বসতে দেওয়া হয়নি। কেন ধীর গতিতে ভোট হচ্ছে তা প্রিসাইডিং অফিসারের কাছে জানতে চান তিনি। তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান মদন।শুধু তাই নয় উপনির্বাচনে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ির সামনেও ব্যপক বোমাবাজি হয়েছে বলে খবর ৷ বোমার পাশাপাশি কয়েক রাউন্ড গুলিও চলে ৷গতকালে সেই ঘটনার রেশ ধরেই সকাল থেকে কাঁকিনাড়ায় রেল অবরোধ শুরু হয় ৷ রেল অবরোধে বসেছেন বিজেপি-কর্মী সমর্থকরা ৷ বিজেপির অভিযোগ, রবিবারের ভোটে সন্ত্রাস করেছে তৃণমূল ৷ সেই অভিযোগেই বিজেপির রেল অবরোধ ৷ অবরোধের জেরে শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় রেল চলাচল ব্যাহত ৷ সপ্তাহের প্রথম দিনেই এমন ঘটনায় প্রবল সমস্যার মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের ৷

    First published:

    Tags: Barrackpore S25p15, Bhatpara, Elections 2019, Kankinara, Lok Sabha elections 2019, Rail Blocked, Sealdah, West Bengal Lok Sabha Elections 2019