আজও উত্তপ্ত কাঁকিনাড়া, রেল অবরোধের জেরে ব্যহত শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল

Last Updated:

অবরোধের জেরে শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় রেল চলাচল ব্যাহত ৷ সপ্তাহের প্রথম দিনেই এমন ঘটনায় প্রবল সমস্যার মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের ৷

#কাঁকিনাড়া: ভোট পরবর্তী সংঘর্ষে উত্তপ্ত কাঁকিনাড়া ৷ গতকাল দফায় দফায় বোমাবাজি, ইটবৃষ্টি ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া বিধানসভা এলাকা ৷ ভোট শেষ হওয়ার পরেই মেটেনি সেই সংঘর্ষ ৷ রাতভর বোমাবাজি হয় কাঁকিনাড়ায় ৷
বিভিন্ন এলাকায় এখনও পড়ে বোমা ৷ সকাল থেকে একাধিক বোমা উদ্ধার করে পুলিশ ৷ গতকাল ভোট চলাকালীনই মদন মিত্রের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু হয় ৷ কাঁকিনাড়ার ৩৭, ৪২ ও ৪৩ নং বুথে বিজেপি বুথ জ্যাম করছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে যান ভাটপাড়ার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মনদন মিত্র । তাঁর অভিযোগ, সেখানে তৃণমূল এজেন্ট বসতে দেওয়া হয়নি। কেন ধীর গতিতে ভোট হচ্ছে তা প্রিসাইডিং অফিসারের কাছে জানতে চান তিনি। তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান মদন।
advertisement
শুধু তাই নয় উপনির্বাচনে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ির সামনেও ব্যপক বোমাবাজি হয়েছে বলে খবর ৷ বোমার পাশাপাশি কয়েক রাউন্ড গুলিও চলে ৷
advertisement
গতকালে সেই ঘটনার রেশ ধরেই সকাল থেকে কাঁকিনাড়ায় রেল অবরোধ শুরু হয় ৷ রেল অবরোধে বসেছেন বিজেপি-কর্মী সমর্থকরা ৷ বিজেপির অভিযোগ, রবিবারের ভোটে সন্ত্রাস করেছে তৃণমূল ৷ সেই অভিযোগেই বিজেপির রেল অবরোধ ৷ অবরোধের জেরে শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় রেল চলাচল ব্যাহত ৷ সপ্তাহের প্রথম দিনেই এমন ঘটনায় প্রবল সমস্যার মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আজও উত্তপ্ত কাঁকিনাড়া, রেল অবরোধের জেরে ব্যহত শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement