#কাঁকিনাড়া: ভোট পরবর্তী সংঘর্ষে উত্তপ্ত কাঁকিনাড়া ৷ গতকাল দফায় দফায় বোমাবাজি, ইটবৃষ্টি ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া বিধানসভা এলাকা ৷ ভোট শেষ হওয়ার পরেই মেটেনি সেই সংঘর্ষ ৷ রাতভর বোমাবাজি হয় কাঁকিনাড়ায় ৷বিভিন্ন এলাকায় এখনও পড়ে বোমা ৷ সকাল থেকে একাধিক বোমা উদ্ধার করে পুলিশ ৷ গতকাল ভোট চলাকালীনই মদন মিত্রের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু হয় ৷ কাঁকিনাড়ার ৩৭, ৪২ ও ৪৩ নং বুথে বিজেপি বুথ জ্যাম করছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে যান ভাটপাড়ার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মনদন মিত্র । তাঁর অভিযোগ, সেখানে তৃণমূল এজেন্ট বসতে দেওয়া হয়নি। কেন ধীর গতিতে ভোট হচ্ছে তা প্রিসাইডিং অফিসারের কাছে জানতে চান তিনি। তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান মদন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Barrackpore S25p15, Bhatpara, Elections 2019, Kankinara, Lok Sabha elections 2019, Rail Blocked, Sealdah, West Bengal Lok Sabha Elections 2019