পাখির চোখ পুরুলিয়া, অথচ সেখানেই প্রার্থী দিতে পারল না বিজেপি
Last Updated:
পুরুলিয়া লোকসভা আসন নিয়ে থমকে পদ্ম শিবির
#পুরুলিয়া: রাজ্যে বহুদিন ধরেই বিজেপির পাখির চোখ এই লোকসভা আসন ৷ অথচ সেখানেই এখনও পর্যন্ত প্রার্থী দিয়ে উঠতে পারল না গেরুয়া শিবির ৷ পুরুলিয়া লোকসভা আসন নিয়ে থমকে পদ্ম শিবির ৷
এরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আসন পুরুলিয়া ৷ যেখানে বাম, কংগ্রেস থেকে রাজ্যের শাসক দলের প্রার্থীরা প্রচার শুরু করে দিয়েছে সেখানে কে প্রার্থী হতে চলেছে তা নিয়ে এখনো সংশয় রয়েছে খোদ দলের মধ্যেই ৷ পুরুলিয়া নিয়ে স্ট্র্যাটেজি কী হবে তাই নিয়ে এখনও দোলাচালে পদ্মশিবির ৷
প্রার্থী কে? এই প্রশ্নের উত্তর হিসেবে নরেন্দ্র মোদির নামকেই বেছে নিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা ৷ ভোটপ্রার্থীদের মন পেতে নরেন্দ্র মোদির নাম নিয়েই পুরুলিয়ায় প্রচার চালাচ্ছে গেরুয়া শিবির ৷ তাতে বিশেষ কোনও লাভ হচ্ছে না বলে জানাচ্ছেন খোদ দলের কর্মীরাই ৷
advertisement
advertisement
এদিকে রাজ্যের শাসক দল বলছে বিজেপির সাংগঠনিক দুর্বলতার কারণেই এখনও পুরুলিয়ার লোকসভা আসনে প্রার্থী দিতে পারেনি গেরুয়া শিবির ৷ বিজেপির জেলার নেতারা যাই বলুক না কেন, তাতে নিচু তলার কর্মীদের মন ভিজছে না ৷ কবে প্রার্থীর নাম ঘোষণা হবে সেই নিয়ে দলীয় নেতাদের দিকেই তাকিয়ে রয়েছেন তারা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
March 27, 2019 4:59 PM IST