জঙ্গলমহলে দিলীপ ঘোষের উপর হামলা চালাল দুষ্কৃতীরা,এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য
Last Updated:
দিলীপবাবু র গাড়ি লক্ষ করে এলোপাথাড়ি ইট পাটকেলও ছোঁড়া হয়। ইটের আঘাতে গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায়।
#বাঁকুড়া: এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা চালাল দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জঙ্গল মহলের খাতড়ায়।
আজ খাতড়ায় বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গতকাল রাতেই খাতড়ায় পৌঁছোন তিনি । স্থানীয় জলডোবরা এলাকায় বিজেপি র এক নেতার বাড়িতে নৈশভোজের জন্য গিয়েছিলেন দিলীপবাবু। ওই নেতার বাড়ি থেকে বেরোনোর সময় আচমকাই তার উপর হামলা চালায় একদল দুষ্কৃতীরা। দিলীপবাবু র গাড়ি লক্ষ করে এলোপাথাড়ি ইট পাটকেলও ছোঁড়া হয়। ইটের আঘাতে গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায়। স্থানীয় বিজেপি নেতাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ ।
advertisement
ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য । স্বভাবতই তৃনমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে।
advertisement
West Bengal BJP Pres Dilip Ghosh alleges that he was attacked by TMC workers in Bankura's Khatra area, yesterday, says, "TMC workers attacked me and my vehicle. There is no sign of democracy in the state. An atmosphere of fear is being created in the state." pic.twitter.com/b0vdGBcbRA
— ANI (@ANI) August 9, 2018
advertisement
যদিও তৃনমূল হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2018 10:02 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জঙ্গলমহলে দিলীপ ঘোষের উপর হামলা চালাল দুষ্কৃতীরা,এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য