পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়ায় বিজেপির সভা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Last Updated:

বিজেপির রাজনৈতিক সভা অনুষ্ঠিত হতে চলেছে ঝালদায়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মূল বক্তা হিসেবে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

#পুরুলিয়া: পঞ্চায়েত ভোট ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। বিজেপির রাজনৈতিক সভা রয়েছে ঝালদায়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই সভায় উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। তৈরি করা হয়েছে সভা মঞ্চ। এই সভায় বিপুল জন সমাগম হবে বলে আশা রাখছেন বিজেপি নেতা - কর্মীরা। এই দিন দুপুরে ঝালদার মেরি আপকার গ্রাউন্ড থেকে একটি মিছিল শুরু হবে মিছিলটি সমাপ্ত হাট বাগান ময়দানে।
এই সভার বিষয়ে ঝালদা শহর বিজেপি সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র দাস বলেন,'২০২০ সালের ৬ই জানুয়ারি সিএএ- র সমর্থনে এক অভিনন্দন যাত্রা করা হয়েছিল ঝালদা শহরে। ঐ সময় সেই সভায় উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। সেই সময় রাজ্য পুলিশ সেই অভিনন্দন যাত্রা ভেস্তে দেওয়ার পরিকল্পনা করে এবং বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর হয়েছিল। বিজেপির যুবকর্মীদের বিনা দোষে জেল খাটানো হয়েছিল। কিন্তু তারপরও তাদের দমিয়ে রাখা সম্ভব হয়নি। এই ঘটনার পর থেকেই প্রতিবছর এই সভার আয়োজন করে থাকে বিজেপি। তাই এ বছরও এই সভার আয়োজন করা হয়েছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সভার জন্য। দশ হাজারেরও বেশি মানুষের সমাগম হবে।'
advertisement
advertisement
আসন্ন পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে পাখির চোখ করে আসরে নেমেছে শাসক - বিরোধী শিবির। জন সমাগম বাড়াতে নিচ্ছে নিত্য নতুন পন্থা। কোনও দলই এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ। ‌এরই মাঝে বিজেপির রাজনৈতিক সভা অনুষ্ঠিত হচ্ছে ঝালদায়। সভায় মূল বক্তা হিসেবে থাকবেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত ভোটের আগে বিজেপি রাজ্য সভাপকি কী বার্তা দেন সেদিকেই নজর সকলের।
advertisement
Sarmistha Banerjee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়ায় বিজেপির সভা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement