বাটি হাতে দুটো টাকার জন্য ভিক্ষা...? বিজেপির এই নেতার হাল দেখে চোখে জল বাংলার, খবর প্রকাশ্যে আসতেই...
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
এক সময় যিনি ছিলেন বিজেপির নেতা,তিনি ভিক্ষাবৃত্তি করছিলেন তারাপীঠ মহাশ্মশানে,খবর সম্প্রচার হতেই পাশে এসে দাঁড়ায় বিজেপির নেতৃত্বরা! জানুন
বীরভূম: ইন্দ্রজিৎ সিনহার খবর সংবাদ মাধ্যমে উঠে আসার পর নড়েচড়ে বসল দলের নেতৃত্ব। বীরভূম থেকে চিকিৎসার জন্য পাঠানো হল কলকাতায়। সারাজীবন রাজনীতি করেছেন তিনি,করেননি ঘর সংসার, পাশে দাঁড়িয়েছেন বহু অসহায় মানুষের। অথচ সেই মানুষটাই কেমন যেন বনবাসে গিয়ে ভিক্ষা করার অবস্থায় উদ্ধার হলেন।
একটা সময় দাপিয়ে করেছেন রাজনীতি। সেই তিনি বাটি হাতে দুটো টাকার ভিক্ষা প্রার্থনা করছিলেন সাধারণ মানুষের কাছে! শুনতে অবাক লাগলেও এটাই কঠোর সত্যি। এক সময় বঙ্গ বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের তিনি প্রাক্তন প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। প্রসঙ্গত ইন্দ্রজিৎ সিনহাকে সবাই বুলেট নামে চিনতেন তিনি বিজেপির ডাকাবুকো নেতা ছিলেন।
advertisement
advertisement
রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রেরই একদা সেই দাপুটে নেতা দুরারোগ্য ক্যানসারে ভুগছেন প্রায় দুই বছর ধরে।প্রথমে টিউমার ধরা পড়ে তারপর জানতে পারেন তিনি ক্যানসার মারণ রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য হাসপাতাল তো দূরের কথা,তাঁর থাকা-খাওয়ারও কোনও সঠিক ঠিকানা নেই।
advertisement
ইন্দ্রজিৎ সিনহার এই খবর সম্প্রচার করেছিল নিউজ 18 বাংলা। খবর পাওয়া মাত্রই জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা-সহ জেলা নেতৃত্ব সেখানে উপস্থিত হন এবং সমস্ত রকম ভাবে পাশে থাকা আশ্বাস দেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর চিকিৎসার সমস্ত রকম দায়িত্ব নেন।
advertisement
বীরভূম জেলা বিজেপির সম্পাদক মাননীয় তারকনাথ চট্টোপাধ্যায় জেলা কিষাণ মোর্চার সভাপতি মাননীয় অভিমুন্য মাল এবং জেলা আইটি সেলের ইনচার্জ ভাস্কর মণ্ডল তারাপীঠ মহাশ্মশান থেকে নিয়ে যান কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। সকাল দশটা নাগাদ জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। আপাতত তাঁর চিকিৎসা শুরু হয়েছে কলকাতার মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 04, 2025 6:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাটি হাতে দুটো টাকার জন্য ভিক্ষা...? বিজেপির এই নেতার হাল দেখে চোখে জল বাংলার, খবর প্রকাশ্যে আসতেই...

