BJP MP on Rabindranath Tagore: "কালো বলে রবীন্দ্রনাথকে তাঁর মা কোলে নিতেন না", বিশ্বভারতীতে বসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে ফের বিতর্ক

Last Updated:

BJP MP on Rabindranath Tagore: রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) গায়ের রং ছিল কালো। তাই তাঁর মা কোলে নিতেন না তাঁকে। এমন নতুন তথ্য দিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

#বীরভূম: রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) গায়ের রং ছিল কালো। আর সেই জন্যই তাঁর মা কোলে নিতেন না তাঁকে। এমন নতুন তথ্য দিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (BJP MP Subhash Sarkar)। বিশ্বভারতীর অনুষ্ঠানে এসে রবীন্দ্র চর্চা নিয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। ইতিমধ্যে বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে।
এদিন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সম্মাননা জ্ঞাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুভাষ সরকার। নিজের রবীন্দ্রচর্চা নিয়ে কথা বলছিলেন তিনি। তাঁর পাশেই বসেছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ঠিক কী বলেন বিজেপি সাংসদ। তিনি বলছেন, "কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সকলের চেহারা যদি দেখা যায়, দেখা যাবে সকলের গায়ের রং ধবধবে ফর্সা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রংও সত্যিকারের ফর্সা ছিল।"
advertisement
এর পরেই তিনি ফর্সা কত প্রকার হয়, তার ব্যাখ্যা দেন। তিনি বলছেন, "ফর্সা সাধারণত দুই প্রকারের হয়। এক জন দেখবেন টকটকে হলুদ। আর এক রকম হল ফর্সার মধ্যে লাল ভাব। রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের দ্বিতীয় প্রকারের। তাঁর মা এবং বাড়ির অনেকেই রবীন্দ্রনাথ কালো বলে তাঁকে কোলে নিতেন না। সেই রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের হয়ে বিশ্ববিজয় করেছেন।"
advertisement
advertisement
এই মন্তব্য নিয়েই ইতিমধ্যেই আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। এছাড়াও তিনি বলছেন, "তখনকার দিনে তো এখনকার মতো ইলেকট্রনিক্স জিনিস ছিল না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঘড়িতে দম দেওয়ার জন্য এক জন ব্যক্তি নিযুক্ত থাকত। আমরা যদি তাঁর জীবনচর্চা দেখি, তিনি যখন যেখানে গিয়েছেন সঙ্গে বই নিয়ে গিয়েছেন। চলতে ফিরতে যা দেখছে সেখান থেকেই সাহিত্য এবং বিজ্ঞান এটাকে মিলিয়েই তাঁর কবিতা, সঙ্গীত।"
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BJP MP on Rabindranath Tagore: "কালো বলে রবীন্দ্রনাথকে তাঁর মা কোলে নিতেন না", বিশ্বভারতীতে বসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে ফের বিতর্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement