Nadia News: তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়

Last Updated:

যে নির্মল ঘোষ তৃণমূলে যোগ দিলেন, তাঁর বিরুদ্ধেই নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের অভিযোগ উঠেছিল।

তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস (বাঁদিকে) খুনে অভিযুক্ত নেতা তৃণমূলে৷
তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস (বাঁদিকে) খুনে অভিযুক্ত নেতা তৃণমূলে৷
মৈনাক দেবনাথ, নদিয়া: নদিয়ার হাঁসখালি ব্লকের দাপুটে বিজেপি নেতা নির্মল ঘোষ যোগ দিল তৃণমূলে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক মুকুটমণি অধিকারী ও তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন নির্মল ঘোষ।
নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে দল বদল নতুন কিছু নয়৷ সুযোগ বুঝে বিজেপি নেতাদের শাসক দলে যোগ দেওয়ার খবরও নতুন কিছু নয়৷ কিন্তু যে নির্মল ঘোষ তৃণমূলে যোগ দিলেন, তাঁর বিরুদ্ধেই নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের অভিযোগ উঠেছিল। এই অভিযোগ ওঠার কারণে নির্মল ঘোষ গ্রেফতারও হন । ছ’বছর জেলে ছিলেন তিনি। এর পর জামিনে মুক্তি পেয়েছিলেন বিজেপি নেতা৷ এবার সেই নেতাই যোগ দিলেন তৃণমূলে৷ দলের বিধায়ক খুনে অভিযুক্ত বিজেপি নেতার যোগদানে শাসক দলের অন্দরেও জোর বিতর্ক শুরু হয়েছে৷
advertisement
নির্মল ঘোষের তৃণমূলে যোগদান প্রসঙ্গে তৃণমূলের কৃষ্ণগঞ্জ ব্লকের যুব সভাপতি শুভজিৎ সরকার বলেন, ‘দল যেটা ভাল বুঝেছে সেটা করেছে। আমাদের দল সর্বভারতীয় দল, তারা অনেক চিন্তা ভাবনা করে, রাজ্য নেতৃত্ব যোগ্যতা বিচার করেই কাউকে দলে যোগদানের ছাড়পত্র দেয়। দল যে সিদ্ধান্ত নেয় আমরা তা মেনে চলি।’
advertisement
তবে এ বিষয়ে জেলা বিজেপির নেতা অমিত প্রামাণিক বলেন, ‘এটা খুবই হাস্যকর বিষয়৷ যে বিজেপি নেতা তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়ে ছ’বছর জেল খেটে বাড়ি ফিরলেন, তাঁকেই আবার তৃণমূল পতাকা হাতে যোগদান করালো। যে তৃণমূলের নেতারা অভিযোগ করেন বিজেপি মানে ওয়াশিং মেশিন, তৃণমূল থেকে বিজেপিতে গেলেই সমস্ত পাপ ধুয়ে যায়, তাদের জেনে রাখা উচিত তাঁদের বিধায়ক খুনের আসামীকে দলীয় পতাকা নিয়ে যোগদান করাচ্ছে।’
advertisement
আপাতত নির্মল ঘোষের তৃণমূলের যোগদান করাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর চলছে গোটা জেলা জুড়ে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement