West Bengal news: ম্যানগ্রোভ কাটার অভিযোগে! কুলতলীতে গ্রেফতার বিজেপি নেতা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
BJP Leader arrested: কুলতলীতে ম্যানগ্রোভ কাটার অভিযোগে গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি তাপস বাগানি। অভিযুক্তকে গ্রেফতার করে কুলতলী থানার পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনা: কুলতলীতে ম্যানগ্রোভ কাটার অভিযোগে গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি তাপস বাগানি। অভিযুক্তকে গ্রেফতার করে কুলতলী থানার পুলিশ। অভিযোগ বিজেপির মণ্ডল সভাপতি নিমানিয়া নদীর চরের ম্যানগ্রোভ কেটে বাড়ি তৈরির করছিলেন।
কুলতলী থানায় বন দফতর এবং জ্বালাবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন সরদার লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমে তপন বাগানিকে গ্রেফতার করে। বিজেপি নেতার বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল, ম্যানগ্রোভ কাটা-সহ একাধিক ধারায় মামলা রজু করেছে পুলিশ। ধৃতকে রবিবার বারইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতকে নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানিয়েছে কুলতলী থানার পুলিশ।
advertisement
advertisement
বিজেপি নেতাকে গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, তারা নিজের বাড়ি লাগোয়া একটা ঘর বানাচ্ছিল। রাজনৈতিক প্রতিহিংসা করে তৃণমূল অভিযোগ দায়ের করে এবং পুলিশ তৃণমূল নেতার কথায় তাদের নেতাকে গ্রেফতার করেছে, এমনই অভিযোগ করা হয়েছে বিজেপি নেতার পক্ষ থেকে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নদীর চরের জমি দখল করে গাছপালা নষ্ট করে বাড়ি তৈরি করছিল, সেই জন্যই প্রশাসন তাদেরকে গ্রেফতার করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2024 3:33 PM IST