West Bengal Election Results 2021: ট্রেন্ডে ধরাশায়ী বিজেপি, বাংলার 'চাণক্য' এগিয়ে! মুকুল নিয়ে এখনই তুঙ্গে জল্পনা

Last Updated:

তৃতীয় রাউন্ড গণনার শেষে প্রায় ৮৪০০ ভোটে এগিয়ে মুকুল রায়। পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

২০১৬ সালে তৃণমূল দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরে তৃণমূলে আরও কোণঠাসা হয়ে পড়েন মুকুল৷ শেষ পর্যন্ত ২০১৭ সালের ২৫ মে তৃণমূল ত্যাগ করেন তিনি৷ ওই বছরই ৩ নভেম্বর দিল্লিতে গিয়ে বিজেপি-তে যোগ দেন মুকুল৷
২০১৬ সালে তৃণমূল দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরে তৃণমূলে আরও কোণঠাসা হয়ে পড়েন মুকুল৷ শেষ পর্যন্ত ২০১৭ সালের ২৫ মে তৃণমূল ত্যাগ করেন তিনি৷ ওই বছরই ৩ নভেম্বর দিল্লিতে গিয়ে বিজেপি-তে যোগ দেন মুকুল৷
#নদিয়া: তৃণমূল ছেড়ে গিয়েছেন বহুদিন। তিনি এখন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। ভোটে দাঁড়াননি দীর্ঘদিন। কিন্তু সেই মুকুল রায়কেই (Mukul Roy) এবার কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে দাঁড় করিয়েছিল BJP। নিজের কেন্দ্রে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন মুকুল। তৃতীয় রাউন্ড গণনার শেষে প্রায় ৮৪০০ ভোটে এগিয়ে মুকুল রায়। পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
কিন্তু এখন থেকেই মুকুল রায়কে নিয়ে জল্পনা শুরু হয়েছে। বাংলার বিধানসভা ভোটের ফলাফলে (West Bengal Election Results) যা ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে ফের ক্ষমতায় আসছে তৃণমূল। আর তা হলে মুকুল কি ফের ফিরে আসবেন নিজের পুরনো দলে? তা নিয়ে এখন থেকেই জল্পনা চলছে। ভোট প্রচারে মুকুল রায় আর শুভেন্দু অধিকারীর তুলনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মুকুল অনেক ভালো শুভেন্দুর তুলনায়।' বাংলার রাজনৈতিক মহল সেই কথায় বিশেষ ইঙ্গিত খুঁজে পেয়েছিলেন।
advertisement
বাংলার রাজনীতির 'চাণক্য' মুকুল রায়ের বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে একেবারে আনকোরা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের নাম মনোনীত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রার্থী করা নিয়ে অসন্তোষের আগুন জ্বলছিল দলের অন্দরেও। যদিও জেলার রাজনীতিতে জড়িয়ে থাকা অনেকেই বলছেন, এই লড়াই আসলে মুকুল বনাম মহুয়া মৈত্রর। গত লোকসভা ভোটের নিরিখে ১৭টি আসনের মধ্যে বিজেপি এগিয়েছিল ১১টি আসনে, সংখ্যার হিসেবে যা প্রায় ৫৩ হাজার। তৃণমূল এগিয়েছিল মাত্র ৬টি আসনে।
advertisement
advertisement
এর পরই নদীয়ার হাল ফেরাতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়াকেই জেলা সভাপতি করেন তিনি। তাই এবারের বিধানসভা ভোট মহুয়া মৈত্র তথা তৃণমূলের সম্মান রক্ষার লড়াইও বটে। সেই হিসেবে নদিয়ার অধিকাংশ আসনেই এগিয়ে আছে তৃণমূল। গোটা রাজ্যের ট্রেন্ডই তাই বলছে। ফলে জেলার নিরিখে মুকুল নিজের কেন্দ্রে এগিয়ে থাকলেও তৃণমূল সাড়া জাগানো ফল করতে চলেছে রাজ্যের শাসক দল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Election Results 2021: ট্রেন্ডে ধরাশায়ী বিজেপি, বাংলার 'চাণক্য' এগিয়ে! মুকুল নিয়ে এখনই তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement