Politics: ব্যাট হাতে তন্ময়, উইকেটে দিলীপ! মাঠে হাসির ফোয়ারা, ভাইরাল মেদিনীপুরের ক্রিকেট ম্যাচের ভিডিও

Last Updated:

CPIM-BJP: সৌজন্যের অনন্য নজির মেদিনীপুরে। যে মেদিনীপুর শিখিয়েছে বিপ্লব, সেই মেদিনীপুরেই রাজনীতির পাশা খেলা হয়েছে। এবার একই মঞ্চে দুই দলের দুই নেতা। শুধু মঞ্চ নয়, খেলার মাঠেও দুই নেতা খেললেন ক্রিকেট।

+
ক্রিকেট

ক্রিকেট খেললেন দুই নেতা

মেদিনীপুর: এবার কু-কথার রাজনীতি নয়, সৌজন্যের অনন্য নজির মেদিনীপুরে। যে মেদিনীপুর শিখিয়েছে বিপ্লব, সেই মেদিনীপুরেই রাজনীতির পাশা খেলা হয়েছে। এবার একই মঞ্চে দুই দলের দুই নেতা। শুধু মঞ্চ নয়, খেলার মাঠেও দুই নেতা খেললেন ক্রিকেট। কখনও একজন কিপিং করছে তো আরেকজন ব্যাট। একে অপরকে উৎসাহিত করছেন।
একটি ক্লাবের খেলার উদ্বোধনে এসে দুই বর্ষীয়ান বিরোধী নেতার সৌজন্য উপভোগ করল জেলার মানুষ। এ নিয়ে রাজনীতি হলেও সৌজন্যতাকেই প্রাধান্য দিচ্ছেন তাঁরা। রাজনৈতিক মত পার্থক্য থাকলেও দু’জনেই অতিথি এবং সেখানেই সৌজন্য খুঁজে পেয়েছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
আরও পড়ুনঃ দিঘায় এবারে বিরাট চমক! বেড়ানোর মজা বাড়ছে কয়েকগুণ, সৌজন্যে ভারতীয় রেল! কী হচ্ছে জানেন?
পশ্চিম মেদিনীপুরের একটি ক্লাবের ক্রিকেট খেলার মঞ্চে, একই মঞ্চে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ও বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হরিরামপুরে একটি ক্লাবের ক্রিকেট খেলার উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল তন্ময় ভট্টাচার্য ও দিলীপ ঘোষকে। এখানেই থেমে নেই গোটা ঘটনাক্রম। মাঠে একে অপরকে ব্যাট হাতেও দেখলেন উপস্থিত স্থানীয়রা। কখনও দিলীপ ঘোষ ব্যাটিং করছেন তো, কখনও তন্ময়। আবার বর্ষীয়ান সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য ব্যাটিং করলে, সেখানে কিপিং করলেন দিলীপ ঘোষ।
advertisement
advertisement
এদিন ক্রিকেট খেলার উদ্বোধনে নিজেরাই রাজনীতির বাইরে এসে খেলোয়াড় হিসেবে সকলের সামনে নিজেদের উপস্থাপিত করেছেন। তবে এখানেই তারা খুঁজে পেয়েছেন সৌজন্যের রাজনীতি। যখন রাজনীতিতে একে অপরের প্রতি লাগাতার আক্রমণ কটুক্তি চলে, সেখানে দুই বর্ষীয়ান নেতার ক্রিকেট খেলা রাজনীতিতে এক নতুন দিশা দেখায়। তবে এদিন দু-জন নেতাকে একই মঞ্চে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারাও তাদের প্রতিক্রিয়া দেন। তবে দিলীপ ঘোষ কিংবা তন্ময় ভট্টাচার্য একে অপরের ভূয়সী প্রশংসা করেন।
advertisement
রঞ্জন চন্দ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Politics: ব্যাট হাতে তন্ময়, উইকেটে দিলীপ! মাঠে হাসির ফোয়ারা, ভাইরাল মেদিনীপুরের ক্রিকেট ম্যাচের ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement